আইপিএলের আদলে ওমেন্স প্রিমিয়ার লিগ (ডব্লিউপিএল) আয়োজন করতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
আজ সোমবার নারী আইপিএলের নিলাম অনুষ্ঠিত হচ্ছে। নিলাম পরিচালনা করছেন মালিকা আদভানি নামের এক নারী। তিনি মডার্ন অ্যান্ড কনটেম্পোরারি ইন্ডিয়ান আর্ট অ্যান্ড পার্টনার কোম্পানিতে পরামর্শক হিসেবে আছেন।
নিলামে অস্ট্রেলিয়ান তারকা অ্যাশলে গার্ডনার ও ইংলিশ তারকা ন্যাট শিভারকে ৩ কোটি ২০ লাখে দলে নিয়েছে গুজরাট ও মুম্বাই।
অথচ নিলামে নাম উঠলেও বাংলাদেশ দলের সাবেক দুই অধিনায়ক জাহানারা আলম ও সালমা খাতুনকে দলে নিতে আগ্রহ দেখায়নি আইপিএলের কোনো ফ্র্যাঞ্চাইজি।
শুধু তাই নয়! বাংলাদেশ দলের তারকা ক্রিকেটার স্বর্ণা আক্তারের নাম নিলামে উঠলে তাকে দলে নিতে আগ্রহ দেখায়নি কোনো ফ্রাঞ্জাইজি। তিনি ১০ লাখ ভিত্তিমূল্যে অবিক্রীত থাকেন।
ডব্লিউপিএলের নিলামে কমপক্ষে ১৫ ও সর্বোচ্চ ১৮ খেলোয়াড় রাখতে পারবে দলগুলো। আর এজন্য ৯ কোটি রুপি খরচ করতে পারবেন তারা। দলে সর্বোচ্চ বিদেশি খেলোয়াড় রাখতে পারবেন ৬ জন।
এবারের নিলামে অংশ নেবেন ৪০৯ খেলোয়াড়। যার মধ্যে ২৪৬ ক্রিকেটার ভারতীয় এবং ১৬৩ ক্রিকেটার বিদেশি।