Logo
Logo
×

খেলা

মাইকে ঘোষণা দিয়ে ক্ষমা চাইলেন মেসির সতীর্থ 

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:০৫ পিএম

মাইকে ঘোষণা দিয়ে ক্ষমা চাইলেন মেসির সতীর্থ 

মাইকে ঘোষণা দিয় ক্ষমা চাইলেন লিওনেল মেসির সতীর্থ প্রেসনেল কিমপেম্বে।

শনিবার লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পেকে ছাড়াই লুইজ টু স্টেডিয়ামে মোনাকোর বিপক্ষে খেলতে নেমেছিল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)।

কিমপেম্বে বদলি খেলোয়াড় হিসেবে নেমেছিলেন ৮০ মিনিটে। এই ম্যাচে মোনাকোর বিপক্ষে ৩-১ গোলে হেরে যায় প্যারিসিয়ানরা। ৩৯ মিনিটে পিএসজির একমাত্র গোল করেন মিডফিল্ডার ওয়ারেন জায়ের এমেরি।

ম্যাচ শেষে পিএসজির ভক্তদের উদ্দেশ্যে মাইকে কিমপেম্বে বলেন, ‘আপনাদেরকে আমাদের দরকার।’ 

এ বছর লিগ ওয়ানে পিএসজির পারফরম্যান্স অম্লমধুর। ৭ ম্যাচ খেলে জিতেছে ৩ ম্যাচ, হেরেছে ৩ ম্যাচ ও ১ ম্যাচ ড্র করেছে। তবু টুর্নামেন্টে শীর্ষে আছে পিএসজি। ২৩ ম্যাচে ১৭ জয়, ৩ পরাজয় ও ৩ ড্রতে ৫৪ পয়েন্ট নিয়ে এক নম্বরে আছে প্যারিসিয়ানরা।

Jamuna Electronics

img img
Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম