Logo
Logo
×

খেলা

বাবরকে যে পরামর্শ দিলেন মুশতাক 

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৩, ০২:৪৮ পিএম

বাবরকে যে পরামর্শ দিলেন মুশতাক 

মুশতাক আহমেদ ও বাবর আজম। ছবি: সংগৃহীত

পাকিস্তান ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক বাবর আজমকে পরামর্শ দিয়েছেন দেশটির সাবেক ক্রিকেটার মুশতাক আহমেদ। তিনি মনে করেন, স্পিনারদের বিরুদ্ধে ভালো খেলতে হলে বাবরকে আরও কাজ করতে হবে। 

ক্রিকেট পাকিস্তান-কে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে এমন কথা বলেন পাকিস্তানের সাবেক এ স্পিনার। তিনি বলেন, পাকিস্তানি ক্যাপ্টেনের এখনো সুযোগ রয়েছে তার ব্যাটিংয়ে উন্নতি করার।

মুশতাক বলেন, ‘বর্তমান দুনিয়ায় এক নম্বর ব্যাটসম্যান বাবর আজম। তবে ইম্প্রুভ (উন্নতি) করার সুযোগ সব সসয়  রয়েছে।’

পাকিস্তানের সাবেক এই জিনিয়াস ক্রিকেটার আরও বলেন, ‘লোকজন বলে যে, বাবর স্পিনে ধরা। লেগ স্পিনারের বলে তিন থেকে চারবার বোল্ড হয়ে ফিরেছেন বাবর আজম। লেগ স্পিন ও গুগলি মোকাবিলা করতে হলে তাকে বিরাট কোহলির মতো আরও ভালোভাবে নিজেকে প্রস্তুত করতে হবে। তার পরিকল্পনা থাকতে হবে যে, সে ব্যাকফুটে খেলবে নাকি সামনে অগ্রসর হয়ে।’

এ সময় অলরাউন্ডার শাদাব খানের প্রশংসাও করেন মুশতাক আহমেদ। কারণ সে ফিটনেস ইস্যু মোকাবিলা করেও তার খেলায় উন্নতি করেছে।

‘তার লেগ স্পিন এবং লাইন ও লেংথে উন্নতি হয়েছে। আমি শাদাবের সঙ্গে কথা বলেছি এবং সাম্প্রতিক সময়ে সে অনেক ট্রিক (কৌশল) শিখেছে। মাঝে মাঝে সে ফিটনেস সমস্যায় পড়ে। কারণ শাদাব হলো শহিদ আফ্রিদির মতো থ্রি-ইন-ওয়ান (একের মধ্যে তিন) খেলোয়াড়। অর্থাৎ সে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে ভালো পারফর্ম করে।’

এ ছাড়া মুলতান সুলতানের কোচ মুশতাক আহমেদ মোহাম্মাদ রিজওয়ানের প্রশংসাও করেন। তার ফ্র্যাঞ্জাইজিরই ক্যাপ্টেন রিজওয়ান।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম