Logo
Logo
×

খেলা

‘এই পিচে বল ঘুরাতে ‘মলম’ প্রয়োজন নেই’

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৪৪ পিএম

‘এই পিচে বল ঘুরাতে ‘মলম’ প্রয়োজন নেই’

হাঁটুর চোট কাটিয়ে পাঁচ মাস পর মাঠে ফিরেই নায়ক রবিন্দ্র জাদেজা। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে নাগপুর টেস্টের প্রথম দিনে অজিদের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দিয়েছেন জাদেজা।

তার স্পিনে বিভ্রান্ত হয়ে ২ উইকেটে ৮৪ রান করা অস্ট্রেলিয়া পরের ৯৩ রানে ৮ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায়। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া অলআউটন ১৭৭ রানে। জাদেজা শিকার করেন ৫ উইকেট। ৩ উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন। 

কিন্তু ম্যাচে চোটাক্রান্ত রবিন্দ্র জাদেজার তর্জনী আঙ্গুলে মলম লাগিয়ে দেন ভারতীয় দুই তারকা পেসার মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজ। সেই ঘটনা নিয়ে মন্তব্য করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন।  

ভন টুইট বার্তায় লেখেন, বোলিং ফিঙ্গারে কী লাগাচ্ছেন রবিন্দ্র জাদেজা? এরকম তো আগে দেখিনি।

মাইকেল ভন এমনটি লেখার পরওই অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক টিম পেইন টুইটারে লেখেন, ভাববার বিষয়।

অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যম টুইটারে ঘটনাটি তুলে ধরে ক্যাপশনে লিখে, অস্ট্রেলিয়া ও ভারতের প্রথম টেস্টের প্রথম ইনিংসের সময় একটি প্রশ্ন বিষয়ক মুহূর্ত, দেখার পর বিতর্ক শুরু হয়েছে।

এই বিতর্ক নিয়ে ভারতের সাবেক তারকা ক্রিকেটার ও সাবেক প্রধনা কোচ  রবি শাস্ত্রী বলেন, আমি এই ঘটনার সম্পর্কে খুব বেশি শুনিনি। আমি দুটো প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। ওই ঘটনার ফলে অস্ট্রেলিয়া দলের কি কোনও সমস্যা হয়েছে? উত্তর না। ম্যাচ রেফারি কি এতে হস্তক্ষেপ করেছেন? স্পষ্টভাবে জানিয়েছেন তার কাছে বিষয়টি পরিষ্কার। যদি কোনও গুরুত্বপূর্ণ ঘটনা হতো তাহলে ম্যাচ রেফারি সিদ্ধান্ত নিতেন। যাই হোক সত্যি বলতে কী এই পিচে বল ঘোরানোর জন্য অন্য কিছুর (মলমের) প্রয়োজন নেই, বল এমনিই ঘুরবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম