Logo
Logo
×

খেলা

আলভেজের ১২ বছরের জেল হতে পারে

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৪৭ পিএম

আলভেজের ১২ বছরের জেল হতে পারে

গত ৩০ ডিসেম্বর বার্সেলোনার একটি নৈশ ক্লাবে এক নারীকে যৌন হয়রানির অভিযোগ ওঠে ব্রাজিলের তারকা ফুটবলার দানি আলভেজের বিরুদ্ধে।

সেই অভিযোগের বিষয়ে থানায় সাক্ষ্য দিতে গিয়ে গ্রেফতার হন বার্সেলোনার সাবেক এই তারকা ফুটবলার। এমন অভিযোগে ৩৯ বছর বয়সী তারকার সঙ্গে চুক্তি বাতিল করে তার বর্তমান ক্লাব পুমাস।

যৌন হয়রানির অভিযোগ প্রথম জবানবন্দিতে অস্বীকার করেন আলভেজ। তিনি বলেছিলেন সেই নারীকে চেনেন না। 
পরে তিনি স্বীকার করেন তাকে তিনি একবার রেস্তোরাঁয় নিয়ে গিয়েছিলেন। তৃতীয়বার তিনি ওই নারীর সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার কথা বলেন।

স্প্যানিশ একটি টিভি চ্যানেলের সাংবাদিক সূত্রের মাধ্যমে জেনেছেন, আলভেজ সেই নারীর সঙ্গে জোর করে যৌন সম্পর্কে জড়ানোর বিষয়টি স্বীকার করেছেন।

সেই অভিযোগ আদালতে প্রমাণিত হলে ১২ বছরের জেল হতে পারে দানি আলভেজের। 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম