ইংল্যান্ড সিরিজে টিম ডিরেক্টর থাকছেন না সুজন
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১১:০৪ পিএম
সবকিছু ঠিক থাকলে ২০ ফেব্রুয়ারি রাতে ঢাকায় এসে পৌঁছাবেন জাতীয় দলের নতুন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
শ্রীলংকান এই কোচের অধীনেই মার্চে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে আর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল।
আসন্ন এই সিরিজে জাতীয় দলের টিম ডিরেক্টর থাকছেন না খালেদ মাহমুদ সুজন। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বলেন, ইংল্যান্ডের সাথে সিরিজে টিম ডিরেক্টর থাকব না।
মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের জন্য একজন সহাকারী কোচ রাখা হবে। তাহলে সুজন কী সহকারী কোচ হবেন?
এব্যাপারে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটি চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, পুরো ব্যাপরটি দেখছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। তিনিই জানেন। বিসিবি চাইলেই টিম ডিরেক্টর রাখতে পারবে। হাথুরুর চাওয়া আর না চাওয়ায় কিছু যায় আসে না। আমরা হাথুরুর মতমত নিয়ে নতুন কিছু করব না বা করছি না। আগে যেমন ছিল, তেমনই থাকবে সবকিছু।