Logo
Logo
×

খেলা

বিপিএল খেলে পাকিস্তান গিয়ে এক ওভারে ৬ ছক্কা হাঁকান তারকা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১১:০৭ পিএম

বিপিএল খেলে পাকিস্তান গিয়ে এক ওভারে ৬ ছক্কা হাঁকান তারকা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে দুর্দান্ত ব্যাটিং করেন ইফতিখার আহমেদ। ফরচুন বরিশালের হয়ে ১০ ম্যাচ খেলে এক সেঞ্চুরি আর ৩ ফিফটির সাহায্য তৃতীয় সর্বোচ্চ ৩৪৭ রান করেন ইফতিখার। 

পাকিস্তান সুপাল লিগের (পিএসএল) খেলা থাকায় বরিশালকে প্লে-অফে তুলে দিয়েই দেশে ফেরেন ইফতিখার। 

দেশে ফিরেই অংশ নেন পিএসএলের একটি প্রদর্শনী ম্যাচে। সেই ম্যাচে ১৯তম ওভারে পাকিস্তানের তারকা পেসার ওয়াহাব রিয়াজকে এক ওভারে ৬টি ছক্কা হাঁকান ইফতিখার।

রোববার কোয়েটার নবাব আকবর বুগতি স্টেডিয়ামে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্রদর্শনী ম্যাচে মুখোমুখি হয় কোয়েটা গ্ল্যাডিয়েটর্স বনাম পেশোয়ার জালমি। 

এ ম্যাচের ১৯তম ওভারে বল করতে এসেছিলেন পাকিস্তান দলে ‘সাবেক’ হয়ে যাওয়া তারকা পেসার ওয়াহাব রিয়াজ। সেই ওভারে রিয়াজের ৬টি বলই ছক্কা হাঁকান ইফতিখার। 

সেই সময়ে ৪৪ বলে ৫৮ রানে ব্যাট করছিলেন ইফতিখার। সেই ওভারে টানা ছয় ছক্কা হাঁকিয়ে রেকর্ড গড়েন তিনি। ৫০ বলে ৯৪ রাখ করেন ইফতিখার। 

এর আগে এক ওভারে ছয়টি ছক্কা হাঁকান গ্যারি সোবার্স, রবি শাস্ত্রী, হার্শেল গিবস, যুবরাজ সিং, রস হোয়াইটলি, হজরতউল্লা জাজাই, কায়রণ পোলার্ড, লিও কার্টার, থিসারা পেসারা। 

গত বছর রঞ্জি ট্রফিতে ঋতুরাজ গায়কোয়াড এক ওভারে সাত ছক্কা হাঁকান। সেই ওভারে নো বলসহ সাতটি ছক্কা হাঁকান তিনি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম