মিকি আর্থারের নিয়োগকে ‘ইগো-ড্রাইভেন’ সিদ্ধান্ত বললেন রমিজ রাজা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:২৬ পিএম
পিসিবির সাবেক চেয়ারম্যান রমিজ রাজা
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জাতীয় দলের প্রধান কোচ হিসেবে মিকি আর্থারকে নিয়োগ দিতে যাচ্ছে। যিনি অনলাইনের মাধ্যমে পাক ক্রিকেটাদের প্রশিক্ষণ দেবেন; যা ক্রিকেটের ইতিহাসে প্রথম ঘটনা। এমন সিদ্ধান্তের সমালোচনা করেছেন পিসিবির সাবেক চেয়ারম্যান রমিজ রাজা। তিনি বলেছেন, আবেগতাড়িত এ সিদ্ধান্ত কাজ করবে না, বরং ব্যাকফায়ার করবে।
নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে রমিজ রাজা বলেন, ‘আমি মনে করি, ব্যাপক অব্যবস্থাপনা হয়ে গেছে, কারণ এ ধারণা (কনসেপ্ট) কাজে আসবে না। এটি একটি ইগো-ড্রাইভেন (অহংকার থেকে নেওয়া) সিদ্ধান্ত, কারণ তারা বোর্ডের পূর্ববর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে না। আপনার নিজস্ব কৌশল গ্রহণের সুযোগ রয়েছে, কিন্তু তাই বলে আপনি স্থানীয় কোচ ও তারকাদের তুচ্ছতাচ্ছিল্য করতে পারেন না।’
‘আমি মনে করি, এ পরিকল্পনা ব্যর্থ এবং ব্যাপকভাবে ব্যাকফায়ার (উল্টো ফল বয়ে আনা) করবে।'
রমিজ রাজা বলেন, আমি জানি না, বিষয়টি নিয়ে বাবর আজমের (জাতীয় দলের অধিনায়ক) সঙ্গে কথা হয়েছে কিনা। আশা করি, এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে তার সঙ্গে আলোচনা করা উচিত।
প্রসঙ্গত, এর আগে তিন বছর পাকিস্তান দলের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন আর্থার। কিন্তু ২০১৯ সালের বিশ্বকাপে দলের পারফরম্যান্স ভালো না হওয়ায় তার চুক্তি রিনিউ করা হয়নি।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বে ১৯৯২ সালে বিশ্বকাপ জিতেছিল পাকিস্তান। সেই টিমের সদস্য ছিলেন রমিজ রাজা। ২০২১ সালের সেপ্টেম্বর মাসে তাকে পিসিবির চেয়ারম্যান করা হয়। চলতি মাসে রমিজকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।