বাবর আজম। ছবি: সংগৃহীত
পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজমকে প্রশংসায় ভাসালেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান নাজাম শেঠি।
নাজাম শেঠির কাছ থেকে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আইসিসি ম্যানস ক্রিকেটার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন বাবর। গত বছর ৪৪ ম্যাচে ২ হাজার ৫৯৮ রান করায় বাবর আজমের বেশ প্রশংসা করেন তিনি। খবর ক্রিকেট পাকিস্তানের।
নাজাম শেঠি বলেন, চার বছর আগে আমার এক বন্ধু আমাকে বলেছিল— এই ছেলেটিকে দেখে রেখ। ভবিষ্যতে সে খুব ভালো করবে। সেই ছেলেটি হলো বাবর আজম।
বাবর আজমের সঙ্গে বেশ কিছু সময় কথা বলেন নাজাম শেঠি। এ সময় বাবর আজমকে তার সুখ্যাতি ও পারফরম্যান্স সম্পর্কে জিজ্ঞেস করেন তিনি।
উত্তরে বাবব আজম বলেন, সবসময় ক্রিকেটের দিকে মনোযোগ রাখার চেষ্টা করি। কঠোর পরিশ্রম করি এবং সব কিছুকে সহজভাবে নেওয়ার চেষ্টা করি। এর ফলে দায়িত্ব পালন সহজ হয়ে যায়।
তিনি আরও বলেন, সব পরিস্থিতিতেই নিজেকে প্রস্তুত রাখি। অটল থাকার চেষ্টা করি। এগুলোই আমার মূলমন্ত্র।
The King receives his crown ?#BabarAzam? #ICCAwardspic.twitter.com/Hw9Qa3jgxr
— Cricket Pakistan (@cricketpakcompk) February 1, 2023