Logo
Logo
×

খেলা

আন্তঃস্কুল বাংলা অলিম্পিয়াড শুরু ২৫ ফেব্রুয়ারি 

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৩, ১০:২৯ পিএম

আন্তঃস্কুল বাংলা অলিম্পিয়াড শুরু ২৫ ফেব্রুয়ারি 

ইংরেজি মাধ্যম ও ইংরেজি ভার্সন স্কুলের হাজার হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে ২৫ ফেব্রুয়ারি সকাল ৯টায় উত্তরায় স্কুল প্রাঙ্গণে শুরু হবে দ্বাদশ আন্তঃস্কুল বাংলা অলিম্পিয়াড। 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি হবে ১১ মার্চ রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে। এ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য গত ১০ ডিসেম্বর থেকে অনলাইনে রেজিস্ট্রেশন শুরু হয়ে চলবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত।

প্রতিযোগিতার উপদেষ্টা ও বিচারক হিসেবে আছেন দেশের বিশিষ্ট শিক্ষাবিদ-লেখক-শিল্পীরা।  

মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট সেমিনার কক্ষে সংবাদ সম্মেলনে এমনটি জানানো হয়। 

এদিন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. হাকিম আরিফ, ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশের প্রিন্সিপাল রোকসানা জারিন, বাংলা অলিম্পিয়াডের সমন্বয়ক এবং ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশের উত্তরা শাখা প্রধান কামরুল আহসান, স্কুলের চিফ একাডেমিক কো-অর্ডিনেটর শামসিল আরেফিন, স্কুলের শিক্ষক আবুল কাশেম, মো.মিজানুর রহমান প্রমুখ। 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম