এক টেস্টের অভিজ্ঞতা নিয়ে গত ডিসেম্বরে ইংল্যান্ড দলের সঙ্গে পাকিস্তান সফরে যান হ্যারি ব্রুক। সফরে গিয়ে বৈরী কন্ডিশনে চোখ ধাঁধানো পারফরম্যান্স করেন তিনি।
রাওয়ালপিন্ডিতে খেলেন ১৫৩ ও ৮৭ রানের দুর্দান্ত দুটি ইনিংস। পরের দুই টেস্টে ১০৮ ও ১১১ রানের ঝলমলে দুটি ইনিংস আসে তার ব্যাট থেকে। ৯৩.৬০ গড়ে ৪৬৮ রান করে সিরিজের সর্বোচ্চ স্কোরার হন তিনি।
হ্যারি ব্রুকের ব্যাটিং সামর্থ্য নজর এড়ায়নি আইপিএল দলগুলোরও। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের সবশেষ নিলামে আগ্রাসী ব্যাটসম্যানকে ১৩ কোটি ৩৫ লাখ রুপিতে দলে নেয় সানরাইজার্স হায়দরাবাদ।
ইউটিউব চ্যানেল ‘কট বিহাইন্ড’-এ সম্প্রতি ইংলিশ তরুণ তারকা হ্যারি ব্রুককের ভূয়সী প্রশংসা করেন পাকিস্তানের সাবেক তারকা উইকেটকিপার ব্যাটসম্যান লতিফ। তিনি বলেন, ব্রুকের সর্বশেষ কয়েকটি ইনিংস যদি দেখা হয়, সে ছিল স্রেফ দুর্দান্ত। সে থামবে না। আইপিএল নিলামে সবচেয়ে দামি বিদেশি খেলোয়াড়দের একজন সে।
গত বছরের জানুয়ারিতে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক আঙিনায় পা রাখেন হ্যারি ব্রুক। ওই বছরের সেপ্টেম্বরে টেস্টে অভিষেক হয় তার। ইংল্যান্ডের হয়ে প্রথম ওয়ানডে খেলেন চলতি দক্ষিণ আফ্রিকা সিরিজে।
ব্রুক অবশ্য নজর কেড়েছেন তার টেস্টের পারফরম্যান্স দিয়ে। এ সংস্করণে এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে তিনটিতেই তিনি সেঞ্চুরির স্বাদ পেয়েছেন। সঙ্গে এক ফিফটিতে তার মোট সংগ্রহ ৪৮০ রান।