ক্রিকেট বিশ্লেষকদের অনেকেই অস্ট্রেলিয়ারই পরই ভারতকে রাখছেন। অনেকে আবার ভারতকেই বিশ্বসেরা দল বলছেন।
তবে সব কথার শেষ কথা হলো বিশ্ব ক্রিকেটে যে তিনটি দল মাঠের ক্রিকেটের মধ্য দিয়ে প্রভাব বিস্তার করছে তার মধ্যে ভারত অন্যতম।
সাম্প্রতিক সময়ে ভারত বেশ ফর্মে রয়েছে। ঘরের মাঠে একাধিক সিরিজ জিতে ওয়ানডে বিশ্বকাপের আগে নিজেদের যথাযথ প্রস্তুত করছে।
২০১৩ সালের চ্যাম্পিয়ন্স লিগে চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে আর কোনো শিরোপা জিততে পারেনি ভারত। যে কারণে হতাশ ভারতের কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী।
স্পোর্টস টক-কে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতের সাবেক সফল অধিনায়ক বলেন, যে দেশে প্রতিভার ছড়াছড়ি সেই দল বিশ্বকাপের মতো টুর্নামেন্টে দুর্বল দল হিসেবে খেলতে নামবে তা মেনে নেওয়া যায় না। আমি চাইব কোচ রাহুল দ্রাবিড় আর অধিনায়ক রোহিত শর্মার হাত ধরেই বিশ্বকাপ জিতবে ভারত।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সাবেক এই সভাপতি আরও বলেন, কোনো মানসিক চাপ ছাড়াই বিশ্বকাপে খেলতে নামতে হবে। ভয়ডরহীন ক্রিকেট খেলে যেতে হবে। ট্রফি জয় হলো কিনা, সেটা গুরুত্বপূর্ণ নয়, প্রধান বিষয় হলো নির্ভীক ক্রিকেট খেলা।