Logo
Logo
×

খেলা

টেস্ট দল থেকে বাদ ফাওয়াদ, অবাক আফ্রিদি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৩, ০২:২১ পিএম

টেস্ট দল থেকে বাদ ফাওয়াদ, অবাক আফ্রিদি

পাকিস্তান টেস্ট দল থেকে ফাওয়াদ আলমকে বাদ দেওয়ার সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক শহিদ আফ্রিদি। এ ঘটনায় রীতিমতো বিস্ময় প্রকাশ করেছেন তিনি। খবর ক্রিকেট পাকিস্তানের। 

আফ্রিদি বলেন, ফাওয়াদ আলমের পারফরম্যান্স খুবই ভালো ছিল। তাকে বাদ দেওয়ার কোনো প্রশ্নই আসে না।  


ঘরোয়া ক্রিকেটে কায়েদে আজম ট্রফিতে বেশ ভালো খেলা দেখিয়েছেন ফাওয়াদ। ১০ ম্যাচে ৭০৬ রান করেছেন তিনি। সেই সঙ্গে দুটি সেঞ্চুরি এবং পাঁচটি ফিফটিও রয়েছে তার। আর গড়ে ৬৪. ১৮ রান সংগ্রহ করেছেন ফাওয়াদ।

অনেক পর্যবেক্ষক মনে করেন, তার মতো একজন দক্ষ ও অভিজ্ঞতাসম্পন্ন খেলোয়াড়কে অবশ্যই সুযোগ দেওয়া উচিত ছিল।
 
২০০৯ সালের ১২ জুলাই শ্রীলংকা সফরে কলম্বো টেস্টে অভিষেক ম্যাচে সেঞ্চুরি করে আলোড়ন তৈরি করা ফাওয়াদ এর পর দুই টেস্ট খেলেই জাতীয় দল থেকে বাদ পড়েন।  দীর্ঘ ১১ বছর পর দলে ফেরেন তিনি। 
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম