![রোমারিওর জন্মদিন](https://cdn.jugantor.com/assets/news_photos/2023/01/29/image-639766-1674974261.jpg)
ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার রোমারিওর জন্মদিন আজ। ৫৭-তে পা দিলেন এই সাবেক স্ট্রাইকার। তার অসাধারণ নৈপুণ্যে ব্রাজিল চতুর্থবার বিশ্বকাপ জিতেছিল ১৯৯৪ সালে। বার্সেলোনার হয়ে ১৯৯৩ থেকে ১৯৯৫ পর্যন্ত খেলেছেন রোমারিও।
২০০৭ সালের ২০ মে নিজের ১০০০তম গোল করেন তিনি ক্লাব ফুটবলে। রোমারিও বর্তমানে একজন রাজনীতিবিদ। ব্রাজিলিয়ান সোশালিস্ট পার্টির সঙ্গে যুক্ত।