Logo
Logo
×

খেলা

লারার অভিজ্ঞতা কাজে লাগাতে চায় উইন্ডিজ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৩, ০১:৩১ পিএম

লারার অভিজ্ঞতা কাজে লাগাতে চায় উইন্ডিজ

আন্তর্জাতিক ক্রিকেটে সময়টা ভালো যাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজের। খেলোয়াড়দের পারফরম্যান্সে উন্নতি আনতে এবার ব্রায়ান লারার শরণাপন্ন হলো ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই)। সাবেক অধিনায়ক ও কিংবদন্তি এই ব্যাটারকে পারফরম্যান্স মেন্টর হিসাবে নিয়োগ দিয়েছে তারা। ওয়েস্ট ইন্ডিজের সব সংস্করণের জাতীয় দল ও বোর্ডের একাডেমির সঙ্গে কাজ করবেন ৫২ বছর বয়সি লারা।

কোচদের সহায়তা করার পাশাপাশি ক্রিকেটারদের কৌশলগত পরামর্শও দেবেন তিনি। এছাড়া বিশ্বকাপের মতো সব বড় টুর্নামেন্টের পরিকল্পনা সাজাতে ক্রিকেট পরিচালক জিমি অ্যাডামসের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবেন লারা।

দুই টেস্টের সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ দল এখন জিম্বাবুয়েতে। এই সিরিজের আগে নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত লারা বলেছেন, ‘আমি সত্যিই বিশ্বাস করি যে, খেলোয়াড়দের মানসিক দৃষ্টিভঙ্গি ও তাদের কৌশল আরও শানিত করতে সফল হব।’

 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম