Logo
Logo
×

খেলা

সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ বললেন নাসির

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৩, ০৮:০১ এএম

সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ বললেন নাসির

জাতীয় দলের এক সময়ের নিয়মিত মুখ অলরাউন্ডার নাসির হোসেন চলতি বিপিএলে দারুণ সময় পার করছেন।

ঢাকা ডমিনেটরসের অধিনায়কের দায়িত্ব পেয়ে দলকে সামনে থেকেই নেতৃত্ব দিচ্ছেন তিনি। বিপিএলে দল হিসেবে ঢাকা বাজে সময় পার করলেও ব্যক্তিগত পারফরম্যান্সে এবার বেশ উজ্জ্বল নাসির।

ঢাকার জার্সি গায়ে ব্যাট হাতে যেমন রান পাচ্ছেন তেমনি বল হাতেও দলের প্রয়োজনে উইকেট তুলে নিচ্ছেন এই অলরাউন্ডার। চলতি বিপিএলের সর্বাধিক রান সংগ্রাহকের তালিকায়ও উপরের দিকেই রয়েছেন নাসির।

ছন্দে থাকা নাসির এবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হাজির হলেন তার সন্তানকে নিয়ে। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে বুধবার (২৫ জানুয়ারি) সন্তানকে নিয়ে একাধিক ছবি পোস্ট করেন এই অলরাউন্ডার।

ছবির ক্যাপশনে নাসির লিখেন, তোমার জন্মের পর থেকেই তুমি আমার জীবনে বিশেষ কিছু সংযুক্ত করেছো। তোমাকে ছাড়া আমি আমার জীবন কল্পনাও করতে পারি না। প্রতিদিন আমি আল্লাহকে ধন্যবাদ জানাই তোমার মতো সন্তান দেয়ায়। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম