Logo
Logo
×

খেলা

‘পাকিস্তানকে আমরা অনুসরণ করব না’

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৩, ০৫:১৩ পিএম

‘পাকিস্তানকে আমরা অনুসরণ করব না’

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নতুন প্রধান নির্বাচক হয়েছেন হারুন রশিদ। তার আগে কিছুদিনের জন্য ভারপ্রাপ্ত প্রধান নির্বাচক ছিলেন সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি। 

তখন আফ্রিদি বলেছিলেন, ১৩৫ স্ট্রাইক রেটের নিচে ব্যাটিং করা ব্যাটাসম্যানদের টি-টোয়েন্টি দলে বিবেচনা করা হবে না। 

পাকিস্তানের এই নীতি অনুসরণ করা হবে না জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু সাংবাদিকদের বলেছেন, ‘আমাদের নির্বাচক প্যানেলের পরিকল্পনা অবশ্যই আছে। এভাবে তো আমরা বলব না। তবে আমরাও চাই একটা মানদণ্ড থাকুক। যে মানদণ্ডের মধ্যে থাকলে আমাদের দল র‍্যাঙ্কিংয়ে আরও ওপরে আসতে পারে।’

জাতীয় দলের সাবেক এই অধিনায়ক আরও বলেন, ‘একটা মানদণ্ড অনুসরণ করলে খেলোয়াড়দেরও সুবিধা। পারফরম্যান্স বিশ্লেষণ করা যায়। সব মিলে বলব, সব নির্বাচক প্যানেলেরই একটা পদ্ধতি অবশ্যই থাকে। ঠিক সেভাবেই এগোচ্ছি।' 

দল গঠনে পাকিস্তানকে অনুসরণ করবে না জানিয়ে বিসিবির আরেক নির্বাচক আবদুর রাজ্জাক বলেন, ‘পাকিস্তানেরটা ভিন্ন। পাকিস্তানের সিদ্ধান্ত পাকিস্তান নেবে, আমাদের সিদ্ধান্ত আমরা নেব।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম