Logo
Logo
×

খেলা

গিলের তাণ্ডবে চুরমার শচীনের রেকর্ড

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৩, ১১:০১ পিএম

গিলের তাণ্ডবে চুরমার শচীনের রেকর্ড

শুভমান গিলের ব্যাটিং তাণ্ডবে ভেঙে চুরমার কিংবদন্তি শচীন টেন্ডুলকারের ২৪ বছরের রেকর্ড। ১৯৯৯ সালে হায়দরাবাদে যে রেকর্ড গড়েছিলেন শচীন তা ভেঙে দিলেন গিল। 

বুধবার রাজিব গান্ধী স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৪৯ বল মোকাবেলা করে ১৯টি চার আর ৯টি ছক্কার সাহায্যে ক্যারিয়ার সেরা ২০৮ রানের ইনিংস খেলেন শুভমান। তার ডাবল সেঞ্চুরিতে ৮ উইকেট হারিয়ে ৩৪৯ রানের পাহাড় গড়ে ১২ রানের জয় পায় ভারত।

এতদিন নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডেতে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসের মালিক ছিলেন টেন্ডুলকার। তিনি ১৯৯৯ সালে হায়দরাবাদে কিউইদের বিরুদ্ধে ১৮৬ রান করে অপরাজিত ছিলেন। বুধবার ১৪৯ বলে ২০৮ রান করে শচীনকে ছাড়িয়ে যান গিল। 

এ তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ম্যাথিউ হেডেন। অস্ট্রেলিয়ান এই তারকা ২০০৭ সালে হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৮১ রান করে অপরাজিত ছিলেন।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম