আম্পায়ারিংয়ের সমালোচনা করায় কুমিল্লার কোচকে শাস্তি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৩, ০৪:৫৯ পিএম
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরের শুরু থেকেই আম্পায়ারিং নিয়ে বিতর্ক চলছে। বিতর্কিত সেই আম্পায়রিং নিয়ে সংবাদ সম্মেলনে সমালোচনা করায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচকে বড় অঙ্কের জরিমানা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ফরচুন বরিশাল বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মধ্যকার ম্যাচের আম্পায়ারিং নিয়ে বেশ কিছু প্রশ্নের সম্মুক্ষীণ হতে যায় কুমিল্লার কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে। তিনি বলেছিলেন, ‘কিছু বলতে পারব না… সাসপেন্ড করে দেবে…।’ তিনি না বলতে চেয়েও বারবার প্রশ্ন করায় বেশ কিছু কথা বলেন। যে কারণে তাকে শাস্তি পেতে হচ্ছে।
বিসিবির আচরণবিধি ভঙ্গের জন্য ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে সালাউদ্দিনকে। পাশাপাশি তিনটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে বিপিএলের সফলতম কোচের নামের সঙ্গে।
আচরণবিধির ২.৭ ধারা অনুযায়ী লেভেল ২ ভাঙার অভিযোগ আনা হয় সালাউদ্দিনের বিরুদ্ধে। ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের জন্য এই ধারায় আছে- ‘ম্যাচের কোনো ঘটনা নিয়ে প্রকাশ্য সমালোচনা ও অনুপযুক্ত মন্তব্য করা।’
রোববার রাতে বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- মাঠের দুই আম্পায়ার, তৃতীয় আম্পায়ার ও চতুর্থ আম্পায়ার এ অভিযোগ আনেন সালাউদ্দিনের বিরুদ্ধে। তিনি দায় স্বীকার করে ম্যাচ রেফারি দেবব্রত পালের দেওয়া শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।
শনিবার চট্টগ্রামের ইফতিখার আহমেদের বলে কুমিল্লার জাকের আলিকে এলবিডব্লিউ দেওয়া হলে রিভিউ নেন জাকের। রিভিউয়ে দেখা যায়, বলের প্রায় সবটুকু অংশই পিচ করেছে স্টাম্প লাইনের বাইরে। সামান্য একটু অংশই কেবল লাইন স্পর্শ করেছে।
আইসিসির নিয়ম অনুযায়ী, আউটের জন্য বলের বেশির ভাগ অংশ থাকতে হয় লাইনে। এটি তাই ‘নট আউট’ হওয়ার কথা। তবে টিভি আম্পায়ার আউটের সিদ্ধান্তই রেখে দেন। এটা নিয়ে গণমাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যমেও সমালোচনা শুরু হয়।