‘আম্পায়ারিং নিয়ে আমরা কি চিল্লাচিল্লি করব?’
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৩, ১০:৪৭ পিএম
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান নবম আসরে বাজে আম্পায়ারিং নিয়ে শুরু থেকে বিতর্ক তৈরি হয়েছে। সেই বিতর্ক ধারাবাহিক চলছে।
বিতর্কিত আম্পয়ারিংয়ের কারণে টানা তৃতীয় ম্যাচেও হার দেখল বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ফরচুন বরিশালের বিপক্ষে হেরেছে ১২ রানে। হারের পর আম্পায়ারিং নিয়ে প্রশ্ন তুলেছেন কুমিল্লার কোচ মোহাম্মদ সালাউদ্দিন।
১৭৭ রান তাড়ায় ৯৯ রানে চতুর্থ উইকেট হারায় কুমিল্লা। তখন ৬ নম্বর ব্যাটার হিসেবে মাঠে নামেন জাকির আলী। কিন্তু তৃতীয় বলেই আউট জাকির। ইফতিখার আহমেদের বলে এলবিডব্লিউ হন তিনি।
এই আউট কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ সালাউদ্দিন বললেন, টি-টোয়েন্টিতে যখন একটা ছন্দ পাওয়া যায়, তখন ওই অবস্থায় একটা উইকেট পড়ে গেলে খেলাটার জন্য তা ভালো না। হতে পারে আবার নাও হতে পারে জাকিরের আউটে ব্যাটিংয়ে ছন্দপতন। এটা নিয়ে আর ফিরতে পারব না। আমরা হেরে গেছি সেটাই সত্য। আমরা এই অবস্থা থেকে কীভাবে ঘুরে দাঁড়াতে পারি, সেটাই বড় কথা।
সালাউদ্দিন আরও বলেন, আমি শুরুতেই বলেছিলাম এক-দুটা সিদ্ধান্তে ম্যাচ হেরে যায়। সিদ্ধান্তগুলো যদি আরেকটু চিন্তাভাবনা করে দেওয়া হয়, তাহলে ভালো। খালি চোখে যেটা আমরা দেখছি নট আউট, সেটা থার্ড আম্পায়ার আউট দিয়ে দিচ্ছে। কী করতে পারি? আমাদের তো কিছু করার নেই। আমরা মাঠে চিল্লাচিল্লি করি-এটা কি চান?
কুমিল্লার শিরোপাজয়ী এই কোচ আরও বলেন, যেহেতু খেলা চলছে। প্রতিবাদ করেও তো লাভ নেই। আমরা লিখিত দেব বা প্রতিবাদ করব, সেটা করেও তো লাভ নেই। কোনো লাভ হবে না। আসলে কিছু করার নেই। হাত-পা বাঁধা আছে। যা হবার তাই হবে, আর কি।