Logo
Logo
×

খেলা

বিপিএলে আম্পায়ারিং নিয়ে বিতর্ক চরমে

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৩, ০৮:৪৫ পিএম

বিপিএলে আম্পায়ারিং নিয়ে বিতর্ক চরমে

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান নবম আসরে আম্পায়ারিং নিয়ে বিতর্ক চলছেই। সেই বিতর্কে নতুন সংযোজন হলো আরেকটি। 

টিভি রিপ্লেতে স্পষ্ট দেখা যায় বল পিচ করেছে লেগ স্টাম্পের বাইরে। বড় পর্দায় তা দেখে ব্যাটসম্যানও আবার ব্যাট করার প্রস্তুতি নিতে শুরু করলেন। কিন্তু টিভি আম্পায়ার ঘোষণা করলেন ‘আউট’! 

দুর্ভাগ্যজনক এই আউটের শিকার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ব্যাটসম্যান জাকির আলি। বোলার ছিলেন ফরচুন বরিশালের অফ স্পিনার ইফতিখার আহমেদ।

শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বরিশালের বিপক্ষে কুমিল্লার রান তাড়ায় চতুদর্শ ওভারের ঘটনা সেটি। রাউন্ড দা উইকেটে ডেলিভারি করেন ইফতিখার। পিচ করে খানিকটা সোজা যাওয়া বলে ঠিকমতো খেলতে পারেননি জাকির। বল প্যাডে লাগলে এলবিডব্লিউ দেন আম্পায়ার মোর্শেদ আলি খান। 

রিভিউ নেন জাকির। রিভিউয়ে দেখা যায়, ইফতিখারের ওই ডেলিভারিতে বলের প্রায় পুরোটা ছিল লেগ স্টাম্প লাইনের বাইরে। সামান্য অংশ ছিল কেবল ভেতরে। এডিআরএস-এ প্রযুক্তির অনেক সীমাবদ্ধতা আছে বলে অনেক সময়ই নানা সিদ্ধান্তে শতভাগ নিশ্চিত হওয়া যায় না। তবে এটির ক্ষেত্রে পরিষ্কারই বোঝা যায় 'নট আউট।' 

নিয়ম অনুযায়ী বলের বেশির ভাগ অংশ লাইনের ভেতর থাকলেই কেবল আউট দেওয়া যায়। কিন্তু মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত বহাল রেখে সবাইকে অবাক করেন টিভি আম্পায়ার তানভীর আহমেদ। 

চরম হতাশায় ব্যাটসম্যান জাকির আলির যখন মাঠ ছাড়ছিলেন। তখন ধারাভাষ্যকার শামীম আহমেদ চৌধুরি বলেন, ‘আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না।’

খেলা শেষে সংবাদ সম্মেলনে কুমিল্লার প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন বললেন, এডিআরএস থাকার চেয়ে না থাকাই ভালো আমার মনে হয়। আম্পায়ার যেটা দিয়ে দেবে, সেটা দেওয়াই ভালো। এটা তো একেবারে লেগ স্টাম্পের বাইরে পিচ করেছে। প্রথম ম্যাচেও একটা সিদ্ধান্ত খারাপ হয়েছে, আজকেও। এমন ডিআরএস থাকার চেয়ে না থাকাই ভালো।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম