Logo
Logo
×

খেলা

দ.আফ্রিকার পর ভারতকে হারাল বাংলাদেশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৩, ০৯:০৮ পিএম

দ.আফ্রিকার পর ভারতকে হারাল বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকার পর ভারতীয় নারী দলকেও হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। টানা দুই জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি জোরদার করল স্বর্ণা আক্তাররা। 

স্বর্ণার ঝড়ো ইনিংসের সুবাদে ভারতের বিপক্ষে ৩ রানে জয় পায় বাংলাদেশ। 

বুধবার দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের সেন্ট স্টিথিয়ান্স কলেজ মাঠে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে ৩ রানে জয় পায় বাংলাদেশ। 

এদিন টস জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে তোলে ১২১ রান। চার নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে ৪৮ বলে ৭ ছক্কা ও ২ চারে অপরাজিত ৭৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন দলের সহ-অধিনায়ক স্বর্ণা।

টার্গেট তাড়া করতে নেমে বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২ উইকেট হারিয়ে ১১৮ রান করতে পারে ভারত। দলের হয়ে তৃষা গঙ্গাদি ৩৬ বলে সর্বোচ্চ ৪৪ রান করে রানআউট হন। ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে খেলা ওপেনার শেফালি ভার্মা ৫০ বলে করেন অপরাজিত ৪৩ রান।

এর আগে প্রথম প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডাকওয়ার্থ লুইস স্টান পদ্ধতিতে ৭ রানে জয় পায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। 

শনিবার টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। ১৬ দলের টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও যুক্তরাষ্ট্র।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম