বছরের শুরুতেই সেঞ্চুরি পেলেন ডেভন কনওয়ে। নিউজিল্যান্ডের এই তারকা ওপেনার গত বছরের পহেলা জানুয়ারি সেঞ্চুরি করেছিলেন।
গত বছরের মতো এবারো বছরের দ্বিতীয় দিনে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সেঞ্চুরি (১২২) করেন কনওয়ে।
বুধবার করাচির ন্যাশনাল স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় খেলায় টস জিতে প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড। এদিন ডেভন কনওয়ের সেঞ্চুরিতে ভর করে ৪৯.৫ ওভারে ২৬১ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে কিউইরা।
দলের হয়ে ৯২ বলে ১৩টি চার আর এক ছক্কায় ১০১ রান করে নাসিম শাহর বলে বোল্ড হন কনওয়ে। তার আগে অধিনায়ক কেন উইলিয়ামসনের সঙ্গে গড়েন ১৮১ রানের জুটি।
কনওয়ে আউট হওয়ার পর সেঞ্চুরির পথেই ছিলেন উইলিয়ামসন; কিন্তু ১০০ বলে ১০টি বাউন্ডারির সাহায্যে ৮৫ রান করে নওয়াজের বলে বোল্ড হন তিনি। এছাড়া ৪০ বলে ৩৭ রান করেন মিচেল স্যান্টনার। বাকি ৮ ব্যাটসম্যানকে দুই অঙ্কের ফিগার রান করতে দেননি পাকিস্তানি বোলাররা।
পাকিস্তানের হয়ে ১০ ওভারে ৩৮ রানে ৪ উইকেট নেন মোহাম্মদ নওয়াজ। ৩ উইকেট নেন মোহাম্মদ নাসিম।