আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন প্রিটোরিয়াস
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৩, ১০:৪৬ পিএম
টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন দক্ষিণ আফ্রিকার পেস বোলিং অলরাউন্ডার ডোয়াইন পিটোরিয়াস।
৩৩ বছর বয়সে হটাৎ অবসর নেওয়া প্রসঙ্গে পিটোরিয়াস বলেন, আমি আমার ক্যারিয়ারের বাকি সময় টি-টোয়েন্টি এবং অন্যান্য সংক্ষিপ্ত ফরম্যাটে মনোযোগ দিচ্ছি।
প্রিটোরিয়াস আরও বলেন, আমার ক্রিকেট ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নিয়েছি। আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি আমার ক্যারিয়ারের বাকি সময় টি-টোয়েন্টি ক্রিকেট এবং অন্যান্য ছোট ফরম্যাটে ফোকাস করব। একজন ফ্রি এজেন্ট হওয়া আমাকে ছোট ফরম্যাটে ভালো খেলোয়াড় হতে সাহায্য করবে।
প্রিটোরিয়াস দক্ষিণ আফ্রিকার হয়ে ৩টি টেস্ট, ২৭টি ওয়ানডে এবং ৩০টি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নেন। বল হাতে ৭৭ উইকেট শিকারের পাশাপাশি ব্যাট হাতে তিনি সংগ্রহ করেন ৫৩৬ রান।
দক্ষিণ আফ্রিকার হয়ে দুটি বিশ্বকাপে খেলেছেন প্রিটোরিয়াস। ২০২২-২৩ মৌসুমের জন্য দক্ষিণ আফ্রিকা যে ১৬ জনের সঙ্গে জাতীয় চুক্তি করেছে সেই তালিকায় রয়েছেন প্রিটোরিয়াস।
আইপিএলে ৬ ম্যাচে অংশ নিয়ে ব্যাট হাতে ৪৪ রান এবং ৬ উইকেট শিকার করেন।