Logo
Logo
×

খেলা

‘বিপিএলের জন্যই ঢাকায় এসেছি’

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৩, ১০:১৮ পিএম

‘বিপিএলের জন্যই ঢাকায় এসেছি’

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান নবম আসরের অংশ হতে ঢাকায় এসেছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার কার্টলি অ্যামব্রোস। 

টি-টোয়েন্টির ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ধারাভাষ্য দিতে ঢাকায় এসে সংবাদমাধ্যমকে অ্যামব্রোস বলেন, বিপিএলের অংশ হতে ঢাকায় এসেছি…। ক্রিকেট খেলতে আসিনি, এমন কিছুর প্রত্যাশা করবেন না। 

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৯৮ টেস্টে ৪০৫ উইকেট শিকার করার পাশাপাশি ১৭৬ ওয়ানডেতে ২২৫ উইকেট শিকার করে নিজেকে সর্বকালের সেরা পেসারদের কাতারে নিয়ে যান অ্যামব্রোস। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভিডিও বার্তায় সাবেক এই তারকা পেসার নিজের ঢাকায় আসা প্রসঙ্গে বলেন, ধারাভাষ্য আমি উপভোগ করি। তাই দারুণ কিছু সময় কাটানোর অপেক্ষায় আছি।

গত বছরের জুন-জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে যায় বাংলাদেশ দল। সেই সময় ধারাভাষ্যকার ছিলেন অ্যামব্রোস। সেই সফরে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ হারলেও ওয়ানডেতে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করে বাংলাদেশ।

৫৯ বছর বয়সী এই সাবেক তারকা বলেন, খুব বেশি দিন হয়নি, ওরা ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিল। আমি ধারাভাষ্য দিয়েছি তখন। ওয়েস্ট ইন্ডিজকে বেশ বাজেভাবে হারিয়েছিল ওরা। বেশ কিছু ভালো ক্রিকেটার আছে এখানে। ওরা কেমন করে, দেখতে মুখিয়ে আছি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম