বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নবম আসরে খেলতে এসেই বাজিমাত করেছেন পাকিস্তানের দুই তারকা ক্রিকেটার।
প্রথমবার খেলতে এসেই সেঞ্চুরি করেছেন আজম খান ও উসমান খান। দুই খানের সেঞ্চুরি উপভোগ করেছেন সমর্থকরা।
সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-খুলনা টাইগার্স।
এদিন টস জিতে খুলনাকে আগে ব্যাটিংয়ে পাঠায় চট্টগ্রাম। আগে ব্যাটিংয়ে নেমে ১২ রানে ২ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় খুলনা।
তৃতীয় উইকেটে আজম খানকে সঙ্গে নিয়ে ৬২ বলে ৯২ রানের জুটি গড়ে ফেরেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। তিনি ৩৭ বলে পাঁচটি চার আর এক ছক্কায় ৪০ রান করে ফেরেন।
তামিম আউট হওয়ার পর একাই লড়াই করে যান আজম খান। তিনি ইনিংসের শেষ বল পর্যন্ত খেলে ৫৮ বলে ৯টি চার আর ৮টি ছক্কার সাহায্যে ১০৯ রান করে অপরাজিত থাকেন।
চলতি বিপিএলে প্রথম সেঞ্চুরি করেন আজম খান। তার সেঞ্চুরিতে ৫ উইকেটে ১৭৮ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে খুলনা।
টার্গেট তাড়া করতে নেমে উসমান খানের সেঞ্চুরিতে ৪ বল হাতে রেখেই ৯ উইকেটের বড় জয় পায় চট্টগ্রাম। দলের জয়ে ৫৮ বলে ১০টি চার আর ৫টি ছক্কার সাহায্যে ১০৩ রান করেন উসমান খান। ওপেনিংয়ে নেদারল্যান্ডসের তারকা ক্রিকেটার ম্যাক্স ওডাউডের সঙ্গে ১৫ ওভারে ১৪১ রানের জুটি গড়েন উসমান। ৫০ বলে ৫৮ রান করে ফেরেন ওডাউড।