Logo
Logo
×

খেলা

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলবে কারা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৩, ০৬:০৫ পিএম

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলবে কারা

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জয়ের মধ্য দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া। 

প্রোটিয়াদের হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার পথে একধাপ এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার পয়েন্ট পার্সেন্টেজ বা পিসিটি হলো ৭৫.৫৬ শতাংশ। 

দ্বিতীয় স্থানে রয়েছে ভারত, তাদের পয়েন্ট ৫৮.৯৩। আর তৃতীয় স্থানে রয়েছে শ্রীলংকা। তাদের পয়েন্ট ৫৩.৩৩। 

অস্ট্রেলিয়া নিজেদের পরের সিরিজে ভারতের কাছে ৪-০ ব্যবধানে হেরে গেলে তাদের পিসিটি কমে দাঁড়াবে ৫৯.৬৫ শতাংশ। 

আবার নিউজিল্যান্ডের বিপক্ষে শ্রীলংকা যদি ২-০ ব্যবধানে জিতে যায় তাহলে লংকানদের পিসিটি দাঁড়াবে ৬১.১১ শতাংশ। সেক্ষেত্রে ফাইনালে উঠে যাবে ভারত-শ্রীলংকা। 

অন্যদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে শ্রীলংকা ১-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতলে এবং ভারতের কাছে ৪-০ ব্যবধানে সিরিজ হারলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে যাবে অস্ট্রেলিয়া। 

কারণ শ্রীলংকার পিসিটি ৫৫.৫৬ শতাংশ থমকে যাবে। ৫৯.৬৫ শতাংশ পিসিটি নিয়ে ইংল্যান্ডের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে অস্ট্রেলিয়া। 

১২ টেস্টে অংশ নিয়ে নয় দলের টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় ১১.১১ পয়েন্ট নিয়ে সবার পরে বাংলাদেশ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম