Logo
Logo
×

খেলা

'জিদানই ফ্রান্স', বললেন এমবাপ্পে 

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৩, ০১:১৯ পিএম

'জিদানই ফ্রান্স', বললেন এমবাপ্পে 

কয়েকদিন ধরেই গুঞ্জন চলছে ব্রাজিলের কোচ হতে পারেন কিংবদন্তি জিনেদিন জিদান। তবে জিদান চেয়েছেন নিজ দেশ ফ্রান্সের কোচ হতে। ধারণা করা হচ্ছিল— কাতার বিশ্বকাপ শেষে ফ্রান্সের দায়িত্ব নেবেন তিনি। কিন্তু দেশটির ফুটবল ফেডারেশন (এফএফএফ) বর্তমান কোচ দিদিয়ের দেশমের সঙ্গে ২০২৬ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়িয়েছে। ফলে এখনই ফ্রান্সের কোচ হওয়া হচ্ছে না জিদানের। খবর রয়টার্সের।  

জিদানের কোচ হওয়া প্রসঙ্গে আরএমসি স্পোর্টসকে এফএফএফের লে গ্রেট বলেন, 'জিদান কি আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিল? অবশ্যই না। আমি এমনকি তার ফোনও ধরতাম না। আমি কখনই তার সঙ্গে দেখা করিনি। আমরা কখনই দেশমের সঙ্গে চুক্তি বাতিলের কথা ভাবিনি।’ 

গ্রেটের এই মন্তব্যেই স্পষ্ট— জিদান চাইলেও তাকে কখনো বিবেচনায় রাখেনি এফএফএফ। জিদানকে এমন অসম্মানের জবাব দিয়েছেন এমবাপ্পে। নিজের টুইটারে এমবাপ্পে এক প্রকার হুশিয়ারি দিয়ে বলেছেন— ‘জিদানই ফ্রান্স। আমরা এভাবে একজন কিংবদন্তিকে অসম্মান করতে পারি না।’  তবে এটি নিয়ে জিদান এখন পর্যন্ত মুখ খোলেননি। 

২০২০-২১ মৌসুমে সবশেষ রিয়াল মাদ্রিদের কোচ ছিলেন জিদান। চ্যাম্পিয়নস লিগজয়ী এ কোচ সম্প্রতি যুক্তরাষ্ট্রের কোচ হওয়ার প্রস্তাব না করে দিয়েছেন।


 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম