‘আমাকে দায়িত্ব দিলে এক মাসে সব ঠিক হয়ে যাবে’
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৩, ০৬:৩১ পিএম
শুক্রবার থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর। ফ্রাঞ্চাইজি এই টুর্নামেন্টের ১১ বছর পেরিয়ে গেলেও এখনও আলোচনায় নানা সমস্যা ও জটিলতা। এসব নিয়ে রীতিমতো ক্ষুব্ধ জাতীয় দলের টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান।
বুধবার একটি কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে এক দিনের জন্য প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীর (সিইও) দায়িত্ব সামলান সাকিব।
এদিন সাকিব বলেন, আমাকে যদি প্রধান নির্বাহীর দায়িত্ব দেওয়া হয় বিপিএলের, আমার বেশি দিন লাগবে না। সবকিছু ঠিক করতে খুব বেশি হলে সর্বোচ্চ ১ থেকে দুই মাস লাগবে। দুই মাসও লাগার কথা না, দুই মাস অনেক দূরের কথা বলছি। ‘নায়ক’ সিনেমা দেখেছেন না? একদিনেও অনেক কিছু করা সম্ভব।
সাকিব আরও বলেন, যে করতে পারে, সে সব করতে পারে। এই সবকিছু বাদ দিয়ে আবার ড্রাফট হবে, অকশন হবে, ফ্রি টাইমে বিপিএল হবে, সব আধুনিক টেকনোলজি থাকবে। সম্প্রচার ভালো হবে। হোম অ্যান্ড অ্যাওয়ে ভেন্যু থাকবে।
জাতীয় দলের এই অলরাউন্ডার আরও বলেন, বিপিএলের যা-তা অবস্থা। এর চেয়ে আমাদের ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) আরও ভালোভাবে হয়। কারণ তারা আগে থেকেই দলটা গোছাতে পারে। আরও আগে থেকে জানে যে দলটা কী হচ্ছে এবং তারা সেভাবে প্রস্তুতি নিতে পারে।
সাকিব আরও বলেন, আইপিএলকে হিসাবের বাইরে রাখলাম। বিগ ব্যাশ, পিএসএল বা সিপিএলে যখন কেউ ভালো করে জাতীয় দলে সুযোগ দিয়ে দেয়। বিপিএল তো বাইরের দেশের কেউ ও রকম দেখে না যে একটা প্যারামিটার (মানদণ্ড) ঠিক করবে; বিপিএলের খেলা এ রকম, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট, এখানে যারা ভালো খেলছে তাদের যোগ্যতা আছে। এমন কেউ চিন্তাই করতে পারেনি এখন পর্যন্ত। এখনো এ পর্যায়ে রয়ে যাওয়াটা খুবই হতাশাজনক।