হুডা-আকসারের ব্যাটে ভারতের চ্যালেঞ্জিং স্কোর
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৩, ০৯:১৯ পিএম
বিরাট কোহলি-রোহিত শর্মা বিশ্রামে। ঋষভ পন্থ সড়ক দুর্ঘটনায় হাসপাতালে। এই তিন তারকা ক্রিকেটারকে ছাড়াই শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি ভারত।
মঙ্গলবার মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন দলকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় শ্রীলংকা।
আগে ব্যাটিংয়ে নেমে সময়ের ব্যবধানে উইকেট হারায় ভারত। ৯৪ রানে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে ফেরেন অধিনায়ক পান্ডিয়া। তার বিদায়ে মনে হয়েছিল বেশিদূর যেতে পারবে না ভারত।
কিন্তু ষষ্ঠ উইকেটে দিপক হুডার সঙ্গে রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালান বাঁ-হাতি স্পিনার আকসার প্যাটেল। তারা ৩৫ বলে ৬৮ রানের জুটি গড়েন। ম্যাচে এটাই সর্বোচ্চ রানের পার্টনারশিপ।
দিপক হুডা ২৩ বলে এক চার আর ৪টি ছক্কার সাহায্যে দলীয় সর্বোচ্চ ৪১ রান করেন। ২০ বলে তিন চার আর এক ছক্কায় ৩১ রান করেন আকসার প্যাটেল। তাদের কল্যাণেই ১৬২/৫ রানের রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে ভারত।