ফর্মের তুঙ্গে আছেন আহমেদ শেহজাদ। জাতীয় দল থেকে ছিটকে যাওয়ার পর থেকেই ঘরোয়া ক্রিকেটে খেলে যাচ্ছেন এই তারকা ওপেনার।
২০১৭ সালের এপ্রিলে জাতীয় দলের হয়ে সবশেষ টেস্ট ম্যাচ খেলেন শেহজাদ। এরপর আর দলে ফেরা হয়নি তার। জাতীয় দলে না ফিরতে পারলেও ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক রান করে যাচ্ছেন তিনি।
চলমান পাকিস্তান কাপে ধারাবাহিক রান করে যাচ্ছেন শেহজাদ। সেন্ট্রাল পাঞ্জাবের হয়ে ইতোমধ্যে ১১ ম্যাচে অংশ নিয়ে ৬টি ফিফটির সাহায্যে ৪২২ রান করেন শেহজাদ। সবশেষ ৬ ম্যাচে শেহজাদের সংগ্রহ ৫৪, ৫৪, ৭১, ০ ও ৬১।
তবে ১২ ম্যাচে এক সেঞ্চুরি আর ৫টি ফিফটির সাহায্যে সর্বোচ্চ ৫৭৩ রান করেছেন সেন্ট্রাল পাঞ্জাবের হয়ে খেলা তাইয়ুব তাহির।
প্রসঙ্গত, আহমেদ শেহজাদ পাকিস্তানের হয়ে ৮১টি ওয়ানডে, ৫৯টি টি-টোয়েন্টি আর ১৩টি টেস্ট ম্যাচ খেলে ১০টি সেঞ্চুরির সাহায্যে ৫ হাজার ৫৮ রান করেন।