নতুন বছরে বেশ কিছু রেকর্ডের অপেক্ষায় লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। ২০২৩ সালের সম্ভাব্য রেকর্ডের তালিকা প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা।
কোন তারকা কতগুলো ম্যাচ খেললে বা গোল করলে কী রেকর্ড করতে পারেন- সেই তালিকা প্রকাশ করা হয়। সম্ভাব্য রেকর্ডের তালিকায় সবার উপরে রয়েছেন রোনালদো।
সব ঠিক থাকলে রিয়াল মাদ্রিদের হয়ে সর্বকালের বেশি গোল করা খেলোয়াড় প্রথম পুরুষ খেলোয়াড় হিসেবে খেলতে পারেন ২০০টি আন্তর্জাতিক ম্যাচ। এখনো পর্যন্ত রোনালদো খেলেছেন ১৯৬টি ম্যাচ। শুধু রোলান্ডো নন, কুয়েতি খেলোয়াড় বাদের আল মুতাওয়াও এ রেকর্ডের কাছাকাছি রয়েছেন।
পিছিয়ে নেই বার্সার মেয়েদের দলও। ফুটবলের ইতিহাসে মেয়েদের প্রথম দল হিসেবে টানা ৫০টি লিগ জিতে ইতিহাস তৈরি করতে পারে বার্সেলোনার মহিলা ফুটবল দল।
এ বছর ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার পেলে আবারো অনন্য নজির গড়বেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। সাতবার বর্ষসেরার পুরস্কার উঠতে পারে মেসির হাতে। এর আগে কোনো ফুটবলার এমন কীর্তি গড়তে পারেননি।
মেসি-নেইমাররা যদি পিএসজির হয়ে কাপ জেতেন তাহলে আরেকটি রেকর্ড হবে। মেসি ও নেইমার প্রথম খেলোয়াড় হবেন যারা দুই ভিন্ন দলের হয়েই কাপ জিতবেন।