
প্রিন্ট: ২৮ এপ্রিল ২০২৫, ১১:২৬ এএম
২৪ জন নিয়ে হকির ক্যাম্প ঈদের পর

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ৩০ মার্চ ২০২৫, ১১:১০ এএম

আরও পড়ুন
এএইচএফ কাপ হকি টুর্নামেন্টের জন্য ২০ ফেব্রুয়ারি অনুশীলন শুরু করে বাংলাদেশ হকি দল। ৫৭ জন খেলোয়াড়ের মধ্যে ২৬ জনে নেমে এসেছে দল। সারোয়ার হোসেন ও মিলন হোসেন ব্যক্তিগত কারণ দেখিয়ে ক্যাম্প ছাড়ার আবেদন করেন। শুক্রবার ২৪ জনের তালিকা চূড়ান্ত করে ক্যাম্প থেকে ছুটি দিয়েছেন জাতীয় দলের কোচ মামুন উর রশিদ। ঈদের পর ২ এপ্রিল ২৪ জন রিপোর্ট করবেন। দুই সপ্তাহ অনুশীলনের পর ১৫ এপ্রিল ১৮ জনের স্কোয়াড নিয়ে ইন্দোনেশিয়া যাবে জাতীয় হকি দল। ১৭-২৭ এপ্রিল জাকার্তায় অনুষ্ঠিত হবে এএইচএফ কাপ টুর্নামেন্ট, যা এশিয়া কাপের বাছাইপর্ব।
ক্যাম্প নিয়ে কোচ বলেন, ‘সারোয়ার ও মিলন দুজন ব্যক্তিগত ও পারিবারিক কারণে ক্যাম্প ছাড়ার জন্য ফেডারেশনে আবেদন করেছিল। এখন ক্যাম্পে ২৪ জন রয়েছে।’ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লে কর্নেল (অব.) রিয়াজুল হাসান জাতীয় দলের প্রস্তুতি ম্যাচ সম্পর্কে বলেন, ‘ইন্দোনেশিয়ায় আমাদের দল তিন-চারদিন আগে যাবে। সেখানে তখন অন্য দলও থাকবে। ওই সময় ম্যাচ খেলার একটা আলোচনা চলছে।’
জাতীয় হকি দলের ২৪ সদস্যের দল-মো. হুজাইফা, রেজাউল করীম বাবু, মেহরাব হোসেন সামিন, প্রিতম রায়, মেহেদী হাসান, সোহানুর রহমান সবুজ, ফরহাদ আহমেদ শিটুল, আশরাফুল ইসলাম, আমিরুল ইসলাম, আবেদ উদ্দিন, মো. তৈয়ব আলী, নাইম উদ্দিন, আল নাহিয়ান শুভ, রোমান সরকার, ফজলে হাসান রাব্বি, পুস্কর ক্ষিসা মিমো, আরশাদ হোসেন, ওবায়দুল হোসেন জয়, রকি, মাহবুব হোসেন, মাইনুল ইসলাম, বিপ্লব কুজুর, নুরুজ্জামান নয়ন ও আবু সাঈদ নিপ্পন।