
প্রিন্ট: ২৮ এপ্রিল ২০২৫, ১১:২৬ এএম
অ্যাডহক কমিটি নিয়ে কুস্তিতে ক্ষোভ, ঈদের পর মানববন্ধন

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ০৯:১৫ এএম
-67df7ced41c36.jpg)
ছবি: সংগৃহীত
আরও পড়ুন
কুস্তি ফেডারেশনে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) দেওয়া নতুন অ্যাডহক কমিটি নিয়ে ক্ষোভ কমছে না কুস্তিগীরদের। এবার এশিয়ান কুস্তি ফেডারেশনে গুরুত্বপূর্ণ সভার জন্য জর্ডান সফর বাতিল করেছেন আগের কমিটির যুগ্ম-সম্পাদক মেসবাহ উদ্দিন আজাদ।
সোমবার আম্মানে এশিয়ান কুস্তি ফেডারেশনের সভা ও নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই সভায় অংশ নিতে অ্যাফিলিয়েটেড দেশ হিসাবে বাংলাদেশের প্রতিনিধির অংশগ্রহণের কথা ছিল। সেই মোতাবেক বিমান টিকিটও তারা দিয়েছিল। কিন্তু ওই সভার জন্য নির্বাচিত কর্মকর্তা মেসবাহ নতুন কমিটির প্রতিবাদের মুখে জর্ডান সফর বাতিল করেছেন।
শনিবার তিনি নিজের ফেসবুক পোস্টে লেখেন, ‘আমি সাবেক এবং বর্তমান জাতীয় কুস্তিগীরদের সঙ্গে একাত্মতা পোষণ করে আমার জর্ডান ফ্লাইট বাতিল করেছি। আমি আপনাদের সবার সম্মিলিত আন্দোলনের সঙ্গে একাত্মতা জানাচ্ছি এবং আমি এই আন্দোলনে আপনাদের সঙ্গে আছি।’
জানা গেছে, নতুন অ্যাডহক কমিটিকে প্রত্যাখ্যান করে ঈদের পর মানববন্ধন করবেন দেশের তারকা কুস্তিগীররা। সব মিলিয়ে কুস্তিতে আপাতত সমস্যার কোনো সমাধানের আভাস পাওয়া যাচ্ছে না।