Logo
Logo
×

আন্তর্জাতিক

‘ইসরাইলি গণহত্যা’র নিন্দা জানিয়ে যা বললেন কলম্বিয়ার প্রেসিডেন্ট

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫১ পিএম

‘ইসরাইলি গণহত্যা’র নিন্দা জানিয়ে যা বললেন কলম্বিয়ার প্রেসিডেন্ট

গাজায় ইসরাইলের চলমান সামরিক অভিযান এবং হত্যাযজ্ঞ নিয়ে বিশ্বজুড়ে মিডিয়ার নীরবতার তীব্র সমালোচনা করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। 

তিনি একে ‘গণহত্যা’ আখ্যায়িত করে বলেছেন, যারা এ হত্যাকাণ্ড সমর্থন করে বা এর বিরুদ্ধে কিছু বলছে না, তারা নিজেদের মানবিক মূল্যবোধ হারিয়ে ফেলেছে।

রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় পেত্রো বলেন, ‘যারা এই গণহত্যাকে সমর্থন করে বা এর বিরুদ্ধে নীরব থাকে, সে নিজের মানবিক অস্তিত্বকে ধ্বংস করেছে’। 

তিনি আরও যোগ করেন, ‘দেখে মনে হচ্ছে এটা যেন জোসেফ গোয়েবেলস (নাৎসি প্রচারমন্ত্রী), যিনি পুরো বিশ্বের সাংবাদিকতাকে নিয়ন্ত্রণ করছেন, সবাইকে চুপ করিয়ে রেখেছেন। যাতে তারা ইসরাইলি হামলায় নিহত তাদের সহকর্মীদের বা বোমা আক্রমণে মারা যাওয়া ২০,০০০ শিশুর কথা উল্লেখ না করে’।

পেত্রো এ সময় পশ্চিম তীরের রামাল্লায় অবস্থিত আল জাজিরার অফিসে ইসরাইলি বাহিনীর হামলার ঘটনারও নিন্দা জানান। ইসরাইলি বাহিনী ওই অফিসটি ৪৫ দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দেয়।

প্রেসিডেন্ট পেত্রোর এ মন্তব্য এমন এক সময়ে আসল, যখন যুক্তরাষ্ট্রের ইহুদি বিদ্বেষবিষয়ক বিশেষ দূত ডেবোরা লিপস্টাড পেত্রোর ইসরাইলের সামরিক কার্যক্রম নিয়ে করা সমালোচনাকে ইহুদি বিদ্বেষ বলে অভিহিত করেছেন।

এ প্রসঙ্গে পেত্রো বলেন, ‘ফিলিস্তিনিরাও সেমিটিক জনগোষ্ঠীর অংশ। আর গাজায় শিশুদের হত্যা করাটাই আসল ইহুদি বিদ্বেষ’।

এ সময়, তিনি কখনোই ইহুদি বিরোধী নন এবং তিনি ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করেন বলেও উল্লেখ করেন।

ইসরাইল গত বছরের ৭ অক্টোবরের পর থেকে গাজায় তার সামরিক অভিযান শুরু করে। চলমান সে অভিযানে এ পর্যন্ত প্রায় ৪২ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহতের সংখ্যা প্রায় এক লাখ। 

এছাড়া ক্রমাগত হামলায় গাজার ২.৩ মিলিয়ন জনসংখ্যার অধিকাংশই বাস্তুচ্যুত হয়েছে এবং সেখানে খাদ্য সংকটসহ মানবিক বিপর্যয় আরও প্রকট আকার ধারণ করেছে। সূত্র: আনাদোলু এজেন্সি

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম