
প্রিন্ট: ২৮ এপ্রিল ২০২৫, ১২:৪৭ এএম
গুগল ম্যাপে নিজের অবস্থান জুড়ে দেবেন যেভাবে

যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৩৪ পিএম
-67b1a3212cb3a.jpg)
আরও পড়ুন
বর্তমানে সঠিক ঠিকানা খোঁজার নির্ভরযোগ্য মাধ্যম গুগল ম্যাপ। নির্ধারিত স্থানের দূরত্বসহ কোন পথে কত দূরত্ব তাও জানিয়ে দেয় গুগল। এমনকি কোন মাধ্যমে গেলে কত সময় লাগবে তাও বলে দেয়।
প্রতিদিন প্রায় ২ বিলিয়ন মানুষ জনপ্রিয় এই নেভিগেশন সেবা ব্যবহার করছে। গুগল ম্যাপে নিজের বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, অফিস কিংবা দোকানের অবস্থান যোগ করে দিলে আপনার ঠিকানা লোকে সহজে খোঁজে পাবে মানুষ। এতে আপনার অবস্থানের বিবরণ সহজ করে দেবে যোগাযোগে। ফলে কাউকে আলাদা করে ঠিকানা বলে দিতে হবে না, গুগল ম্যাপই সঠিক লোকেশন বলে দেবে।
আপনি চাইলে খুব সহজেই আপনার লোকেশন গুগল ম্যাপে যুক্ত করতে পারবেন। কয়েকটি ধাপে খুব সহজে নিজের অবস্থান জুড়ে দিতে পারবেন।
যেভাবে গুগল ম্যাপে নিজের অবস্থান যোগ করবেন-
- প্রথমে মোবাইলে গুগল ম্যাপ অ্যাপটি খুলে সাইন ইন করুন।
- এরপর ‘কন্ট্রিবিউশন’ অপশনে যান।
- ‘মিসিং প্লেস’ অপশনটিতে ক্লিক করুন।
- আপনার স্থানের নাম দিন এবং প্রয়োজনীয় তথ্য যোগ করুন।
- বাড়ির বা ব্যবসা প্রতিষ্ঠানের ছবিও আপলোড করতে পারেন।
- সব তথ্য দিয়ে ‘সাবমিট’ বাটনে ক্লিক করুন।
- আপনার দেওয়া তথ্য বিবেচনা করে সাধারণত ২৪ ঘণ্টার মধ্যে গুগল ম্যাপে যুক্ত করবে।