Logo
Logo
×

সোশ্যাল মিডিয়া

সময় পেলেই মোবাইল, জীবনের গল্প কোথায় হারাল?

আনিসুর বুলবুল

আনিসুর বুলবুল

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০২ পিএম

সময় পেলেই মোবাইল, জীবনের গল্প কোথায় হারাল?

ফাইল ছবি

জীবনটা যেন দিন দিন ছোট হয়ে আসছে। সময় পেলেই আমরা মোবাইলের স্ক্রিনে আটকে যাই। ট্রেন স্টেশন, বাসস্ট্যান্ড, হোটেলের বেড রুম, এমনকি হাসপাতালের রোগীর পাশে বসেও—সবাই যেন মোবাইলের জগতে বুঁদ হয়ে আছি। বাসা-বাড়ি, বাস-ট্রেন-প্লেন, কোথাও যেন মোবাইলের ছোঁয়া থেকে মুক্তি নেই। প্রকৃতির সৌন্দর্য, মানুষের হাসি, চোখে চোখে কথা—সবই যেন হারিয়ে যাচ্ছে ভার্চুয়াল জগতের আড়ালে।

আগের দিনের কথা মনে পড়ে। বেড়াতে গেলে রাত জেগে আত্মীয়-স্বজনদের গল্প শুনতাম। নদীর তীরে বসে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতাম। চায়ের দোকানে চায়ের কাপে চুমুক দিতে দিতে চলত গল্পের ফুলঝুড়ি। সেই আড্ডা, সেই গল্প, সেই হাসি—সবই আজ মোবাইলের পর্দায় আটকে গেছে। আমরা যেন ভুলেই গেছি কিভাবে প্রকৃতির কোলে বসে সময় কাটাতে হয়, কিভাবে চোখে চোখে কথা বলতে হয়।

মোবাইল আমাদের জীবনকে সহজ করেছে ঠিকই, কিন্তু এর অতিরিক্ত ব্যবহার আমাদের থেকে কেড়ে নিয়েছে জীবনের ছোট ছোট সুখ। পরিবারের সঙ্গে বসে খাওয়া-দাওয়া, বন্ধুদের সঙ্গে আড্ডা, প্রকৃতির সান্নিধ্যে সময় কাটানো—এসব আজ যেন শুধুই স্মৃতি। আমরা যেন দিন দিন একা হয়ে যাচ্ছি, নিজেদেরই তৈরি করা ভার্চুয়াল জগতে বন্দি হয়ে।

কিন্তু একটু ভাবুন তো, এই ছোট ছোট মুহূর্তগুলোই তো জীবনকে অর্থবহ করে তোলে। নদীর পাশে বসে বন্ধুর সঙ্গে গল্প করা, রাত জেগে আত্মীয়দের সঙ্গে স্মৃতিচারণ, চায়ের দোকানে আড্ডা দেওয়া—এসবই তো জীবনের আসল গল্প। মোবাইল আমাদের যোগাযোগ বাড়িয়েছে ঠিকই, কিন্তু তা কি আমাদের প্রকৃত মানুষ থেকে দূরে সরিয়ে দিচ্ছে না?

আসুন, একটু সময় বের করে প্রকৃতির কোলে ফিরে যাই। মোবাইলের পর্দা থেকে চোখ তুলে চারপাশের মানুষগুলোর দিকে তাকাই। তাদের সঙ্গে গল্প করি, হাসি ভাগাভাগি করি। কারণ, জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো তো মোবাইলের স্ক্রিনে নয়, বরং আমাদের চারপাশেই ছড়িয়ে আছে।

মোবাইলের পর্দায় আটকে না থেকে, আসুন জীবনের গল্পগুলোকে আবার খুঁজে নিই। কারণ, জীবনের আসল সৌন্দর্য তো চোখে চোখে হাসি আর গল্পের মধ্যেই লুকিয়ে আছে।

 

লেখক: গণমাধ্যমকর্মী

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম