বিরোধী দলগুলোর নেতৃত্বের বড় অংশ জুড়েই আওয়ামী লীগ প্রেমিক: মারুফ কামাল
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৪, ০৬:৩৩ পিএম
বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান। ফাইল ছবি
বিরোধী দলগুলোর নেতৃত্বের বড় অংশ জুড়েই আওয়ামী লীগ প্রেমিক রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান।
লেখক ও সাংবাদিক আহমেদ হুসাঈনের এক ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে তিনি এ মন্তব্য করেন।
গতকাল শুক্রবার লেখা ওই স্ট্যাটাসে হুসাঈন বলেন, ‘বাংলাদেশের সব রাজনীতিবিদদের হঠাৎ করে দালাইলামা হয়ে যাওয়ার যে ব্যাপারটা…’। তার এই স্ট্যাটাসে অনেকেই নানা রকম মন্তব্য করেন।
লেখক ও সাংবাদিক মারুফ কামাল বলেন, ‘আগে ভাবতাম, এতো জুলুম-পীড়ন করেও ১৫-১৬ বছরে বিরোধী দলগুলো ভাঙার কোনো চেষ্টাই সফল হয়নি। এখন ভাবছি, ভাঙার দরকারই তো পড়েনি। বিরোধী দলগুলোর নেতৃত্বের এক বড় অংশ জুড়েই তো দেখি আওয়ামী লীগ প্রেমিক!’
জবাবে হুসাঈন বলেন, ভাই, এভাবে ভাবি নাই আগে।
মারুফ কামালকে ট্যাগ করে শাহিন হুদা নামে একজন লেখেন, দিল্লির আশির্বাদ পেতেই বিএনপির রুমিন ফারহানা বলেন ‘ছাত্রলীগ নিষিদ্ধ করার এই সরকার কে?’ ফখরুল সাহেব বলেন, ‘শেখ মুজিবের মূর্তি ভাঙায় তিনি কষ্ট পেয়েছেন’। রিজভী বলেন, ‘শেখ মুজিবের ছবি সরানো উচিত হয়নি’, উনি আরও বলেন, ‘আওয়ামী লীগের প্রতিরোধ মানেই বিরোধী মতকে ধ্বংসের পরিকল্পনা’। না জানি তারা আবার বলে বসে, হাসিনাকে এভাবে উৎখাত করা ঠিক হয় নাই, এই পদ্ধতি সংবিধান বিরোধী। হাসিনাকে উৎখাতের সর্বোৎকৃষ্ট পদ্ধতি হলো- ‘ঈদের পর তীব্র আন্দোলন’, কোন ঈদের পর এটা পরে জানানো হবে।
ফারুক আজম নামে একজন লিকেছেন, ‘এরা আওয়ামী লীগরে বাঁচানোর ধান্ধায় আছে’।