Logo
Logo
×

সোশ্যাল মিডিয়া

বন্যাকবলিত মানুষের পাশে থাকার ঘোষণা শায়খ আহমাদুল্লাহর

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২১ আগস্ট ২০২৪, ০৫:৩০ পিএম

বন্যাকবলিত মানুষের পাশে থাকার ঘোষণা শায়খ আহমাদুল্লাহর

বন্যাকবলিত মানুষের পাশে থাকার ঘোষণা দিয়েছেন জনপ্রিয় ইসলামি বক্তা শায়খ আহমাদুল্লাহ।

বুধবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

আহমাদুল্লাহ তার পোস্টে লিখেছেন, ‘ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরে বন্যার অবস্থা ভয়াবহ আকার ধারণ করেছে। বরাবরের মতো বন্যাকবলিত মানুষের পাশে আছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। ফেনীতে আগামীকাল (বৃহস্পতিবার) থেকে আমাদের ত্রাণ কার্যক্রম শুরু হবে। পর্যায়ক্রমে নোয়াখালী ও লক্ষ্মীপুরেও ত্রাণ কার্যক্রম পরিচালিত হবে ইনশাআল্লাহ।’

২০১৭ সালে আস-সুন্নাহ ফাউন্ডেশনটি প্রতিষ্ঠা করেন শায়খ আহমাদুল্লাহ।এরপর ২০১৮ সালে সৌদি আরবের পশ্চিম দাম্মাম ইসলামি দাওয়াহ কেন্দ্র থেকে অব্যাহতি নিয়ে দেশে ফিরে ফাউন্ডেশনের কার্যক্রম পুরোদমে শুরু করেন। ২০১৮ সালের শেষের দিকে ফেসবুকে পেজ খুলে কার্যক্রমের প্রচার করতে থাকেন তিনি।

ফাউন্ডেশনটি বাংলাদেশি অরাজনৈতিক ও অলাভজনক একটি ধর্মীয় সংস্থা। এটি শিক্ষা, ইসলামি দাওয়াহ ও মানবকল্যাণসহ নানা বিষয় নিয়ে কাজ করে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম