
প্রিন্ট: ০৯ এপ্রিল ২০২৫, ১১:১৬ এএম

প্রকাশ: ২৯ মার্চ ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
উপমহাদেশের প্রখ্যাত সাহিত্যিক ও সমাজসংস্কারক প্রিন্সিপাল ইবরাহীম খাঁ ১৮৯৪ সালে টাঙ্গাইলের তৎকালীন ভূঞাপুর থানার বিরামদী গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম শাবাজ খাঁ এবং মায়ের নাম রতন খানম। ইব্রাহীম খাঁ ১৯০৬ সালে জামালপুরের সরিষাবাড়ীর পিংনা উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন। তিনি ১৯১২ সাল পর্যন্ত সেখানে অধ্যয়ন করেন। ১৯১৯ সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করে অধ্যাপনায় নিয়োজিত হন এবং টাঙ্গাইলের করটিয়া সাদত কলেজের অধ্যক্ষ নিযুক্ত হন। ১৯২৪ সালে আইনে স্নাতক পাশ করে তিনি ময়মনসিংহ বারের আইনজীবী হিসাবে ওকালতি শুরু করেন। তিনি ১৯৪৮ থেকে ১৯৫৩ সাল পর্যন্ত তৎকালীন পূর্ব পাকিস্তান মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ছিলেন।
প্রিন্সিপাল ইবরাহীম খাঁ স্মৃতিকথা, শিক্ষা-সাহিত্য-ধর্মবিষয়ক প্রবন্ধ, নাটক, ভ্রমণকাহিনি, রসরচনা, গল্প, উপন্যাস, ইতিহাস ও জীবনচরিত, শিশু সাহিত্য, পাঠ্যবই ও অনুবাদ মিলিয়ে শতাধিক গ্রন্থ রচনা করেছেন। সাহিত্যের সব শাখায়ই তিনি স্বচ্ছন্দে সফলতার সঙ্গে পদচারণা করেছেন। তার লেখনীতে তৎকালীন মুসলমান সমাজের সাংস্কৃতিক ও রাজনৈতিক জীবনের পুনর্জাগরণের প্রয়াস প্রকাশ পেয়েছে।
ব্রিটিশ ভারতে মুসলমানদের করুণ অবস্থা প্রত্যক্ষ করে প্রিন্সিপাল ইবরাহীম খাঁ কর্মজীবনের শুরুতেই অসহযোগ আন্দোলন এবং খেলাফত আন্দোলনে জড়িয়ে পড়েন। এই আন্দোলন তাকে জনজীবনের সঙ্গে গভীরভাবে প্রত্যক্ষ পরিচয়ের ভিত তৈরি করে দেয়। সে সময় মুসলিম মনে আত্মসম্মানবোধ জাগ্রত করার জন্য তিনি ইতিহাস, সমকালীন জীবন, ইসলামের গৌরবময় অধ্যায় নিয়ে লিখেছেন; এটাকেই তিনি তপস্যা বলেছেন। ব্রিটিশ ভারতে নিগৃহীত পণ্ডিতদের তিনি তার কলেজে সুযোগ দিতেন, এমনকি অন্যত্র বহিষ্কৃত ছাত্ররাও তার আশ্রয়ে পড়াশোনার সুযোগ পেয়েছে। তিনি তার নিজের বিশ্বাসে দৃঢ় ছিলেন, কিন্তু অন্যের মতবাদকে বিন্দুমাত্র অশ্রদ্ধা করতেন না। উদার মানবতাবাদী ইবরাহীম খাঁর সাহিত্যচর্চার প্রধান উৎস ছিল শিক্ষা ও সংস্কার-তিনি মূলত সংস্কারকই ছিলেন।
প্রিন্সিপাল ইবরাহীম খাঁর অসংখ্য গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হলো-কামাল পাশা, আনোয়ার পাশা, কাফেলা, আল বোখারা, বাতায়ন, ইস্তাম্বুল যাত্রীর পত্র, ইসলামের মর্মকথা, নিজাম ডাকাত, নজরুল ইসলাম, আমাদের মহানবী, তুর্কী উপকথা, ছেলেদের শাহনামা, সোনার শিকল, মনীষী মজলিস, ইসলাম সোপান, আমাদের শিক্ষা ব্যবস্থা, সিন্দবাদ জাহাজী, বাবরের স্মৃতিকথা, Anecdotes from Islam, Gleanings in golden fields ইত্যাদি।
প্রিন্সিপাল ইবরাহীম খাঁ ১৯৭৮ সালের ২৯ মার্চ ঢাকায় মারা যান।