
প্রিন্ট: ২৯ এপ্রিল ২০২৫, ০৫:০৫ এএম

ওমর সরকার
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
আশরাফ পিন্টু রচিত সায়েন্স ফিকশন ‘ডার্ক-লেন্স’ বইটি হাতে পেলাম। প্রতিটি গল্পের শেষে তার রচনাকাল দেওয়া রয়েছে। এ থেকে দেখা সব গল্প ২৪ সালের মধ্যে লেখা। বইটির প্রকাশকালও ২৪-এর নভেম্বর মাসে। এ বইয়ের গল্পের বিষয়বস্তু চমৎকার। বাস্তব ঘটনাকে কাল্পনিক রূপ দিয়ে সাজানো হয়েছে গল্পগুলো। আবার কখনো কাল্পনিক কোনো ঘটনাকে বাস্তবের সঙ্গে মিল রেখে গল্পের কাহিনি সাজানো। সেইসঙ্গে বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রদান করা হয়েছে।
বইটিতে ২১টি গল্প রয়েছে। উল্লেখযোগ্য গল্প হলো, ‘ডার্ক লেন্স, মানবসাই, সুকুমার রায়ের প্রাণিজগৎ, চঞ্চল স্যারের চশমা, গালিভারের বনসাই দ্বীপের গল্প, বৃক্ষপাঠ, ডানাহীন বাদুড় ড্রাকুলা, রোবট রমণী গ্যালাতিয়া, হাইব্রিড ম্যান হাইমান, তিনি জেগে উঠলেন হাজার বছর পর’ ইত্যাদি। গল্পগুলো বিজ্ঞানের বিভিন্ন দিক নিয়ে লেখা। বিজ্ঞান ও কল্পনার মিশ্রণে রয়েছে নতুনত্ব। যেমন কবি সুকুমার রায় তার ‘আবোল তাবোল’ ছড়ায় বিভিন্ন প্রাণীর অঙ্গ-প্রত্যঙ্গ কাটাছেঁড়া করে ছবি এঁকে ছড়া লিখেছিলেন। এসব সিজারিয়ান পশুপাখির নাম দিয়েছিলেন-বকচ্ছপ, হাতিমি ইত্যাদি। লেখক আশরাফ পিন্টু তার গল্পে সুকুমার রায়ের এ প্রাণিজগৎ বিজ্ঞানভিত্তিক রূপ দিয়েছেন। এ রকম আরেকটি গল্প হলো ‘গালিভারের বনসাই দ্বীপের গল্প’।
নাম গল্প ‘ডার্ক-লেন্স’ মহাজগৎ নিয়ে লেখা হলেও চিন্তাচেতনায় নতুনত্ব আছে। চশমার লেন্সকে টাইম মেশিনের ক্ষমতা প্রদান এবং তার সাহায্যে অবিক আশরাফ নামের তরুণ বিজ্ঞানীর শুক্রগ্রহে গমন। সেখান থেকে প্রাপ্ত অভিজ্ঞতার বর্ণনা করা হয়েছে সুনিপুণভাবে। পরে চশমাটি পড়ে গেলে ঘটে বিপত্তি।
হাইব্রিড ম্যান হাইমান এআই যুগের গল্প। বর্তমানে এআই যুগ নিয়ে হই চই চলছে। এআই প্রযুক্তি ব্যবহার করে মানুষ কত উন্নতির শিখরে পৌঁছবে তা এ গল্পে কল্পনা করা হয়েছে। এমন আরেকটি গল্প ‘তিনি জেগে উঠলেন হাজার বছর পর’। হাজার বছর পর মানুষ শুধু উন্নতি করবে না, অস্তিত্বের সংকটেও পড়বে। তৈরি হবে হাইব্রিড-মানব। এমন আরও একটি অগ্রগামী চিন্তার গল্প হলো ‘হাজার বছর পরে’।
আশরাফ পিন্টুর ‘ডার্ক-লেন্স’-এর গল্পগুলোতে বৈচিত্র্য রয়েছে। বিজ্ঞানের বিভিন্ন বিষয় গল্পগুলোতে বিচিত্ররূপে প্রকাশ ঘটেছে। দু-একটি বাদে বিষয়বস্তুতে একটি গল্পের সঙ্গে আরেকটি গল্পের তেমন মিল নেই। ফলে গল্পগুলো পড়ার সময় পাঠকদের তেমন ক্লান্তি আসে না। বইটি কিশোর উপযোগী হলেও ছোট-বড় সব বয়সি পাঠকের ভালো লাগবে। ‘ডার্ক-লেন্স’-এর বহুল প্রচার কামনা করছি। বইয়ের নাম : ডার্ক-লেন্স। লেখক : আশরাফ পিন্টু । প্রচ্ছদ : রাজীব দত্ত। প্রকাশনী : অনুপ্রাণন, ঢাকা। প্রকাশকাল : নভেম্বর ২০২৪। পৃষ্ঠা : ৯৬। মূল্য : ৩০০ টাকা।