
প্রিন্ট: ২৯ এপ্রিল ২০২৫, ০৪:৫৪ এএম

বেণীমাধব সরকার
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
পাতায় পাতায় ‘আলোর নাচন’
চলে গেছে দূরে,
গান গেয়ে যায় ‘সকাল বেলার
পাখি’ মধুর সুরে।
সেই সুরেতে পরান পাখি
নাচে পাগলপারা
যুগান্তরের অন্তরে তাই
ছন্দ রসের ধারা।
আয় রে খোকা আয়রে খুকু
আয় রে তোরা ছুটে
রূপে রসের রঙিন ছবি
দুই হাতে নে লুটে।