
প্রিন্ট: ২৯ এপ্রিল ২০২৫, ০৪:৫৪ এএম

মনসুর আজিজ
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
আকাশের পেট চিরে যাই দূরদেশ জেটবিমানে
মেঘেদের নিমন্ত্রণে খুশি তাই গানে গানে।
পাখিদের নেই তো কোন সেখানে কিচিরমিচির
গাড়িদের হর্ন বাজানো আচানক শব্দ জিকির।
পরিবেশ নেই তো দূষণ সড়কের খোঁড়াখুঁড়ি
মিছিলের তপ্ত স্লোগান ওড়ানো রঙিন ঘুড়ি।
এখানে বর্ণময়ী মেঘেদের আনাগোনা
দেখি না তরুলতা পুকুরে মাছের পোনা।
ভাসমান মেঘের ফুলে নীলাকাশ জলসা হলো
আসমান পরির মেলা দেখতে আবার চলো।