
প্রিন্ট: ২৯ এপ্রিল ২০২৫, ০৪:৫৪ এএম

সজল আশফাক
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
ছোট্ট মেয়ে আন্নাক্স
হাঁড়ি-পাতিল সবই আছে
ধুলোর পোলাও পাতার মাছে
করছে বসে রান্না,
ছোট্ট মেয়ে আন্না।
খাবার দাবার উদোম পেয়ে
বিড়াল নাকি গেছে খেয়ে,
তাই জুড়েছে কান্না!
ছোট্ট মেয়ে আন্না।
বিড়াল খেলো
ধুলো পাতার
খাবার, শুনে
অবাক মা তার।
কারণ ভেবে পান না,
ছোট্ট মেয়ে আন্না।