
প্রিন্ট: ২৯ এপ্রিল ২০২৫, ০৫:০৫ এএম

জিয়া হক
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
শিমুলের ডালে ঘুঘু ঝাপটায় ডানা
পদ্মায় মাতে পানকৌড়ির ছানা
হিজলের বনে হলদে পাখির সুর
দূর্বা ডগায় নেচে ওঠে রোদ্দুর।
বাড়ির পেছনে ফুটে আছে লেবু ফুল
মনে হয় যেন বুবুর হারানো দুল
ময়নাকাঁটায় কাচকি মাছের ঝাঁক
জামের থোকায় মৌমাছি মৌ-চাক।
ধনিয়া পাতার গন্ধে পাগল মন
তিল তিসি মেথি কলাইয়ের আয়োজন
মেঠোপথ গিয়ে থেমেছে পুকুর পাড়
পুকুরের শান স্মৃতিভেজা আম্মার।
আমার গ্রামে জমানো স্বর্গসুখ
বাগান বিলাসে ছেলেবেলা উন্মুখ
শহরে এসেছি তবুও গ্রাম টানে
গ্রামের সবই কবিতার অভিধানে।