শেয়ারবাজারে কারসাজি, কথিত সাংবাদিককে কোটি টাকা জরিমানা
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩০ পিএম
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইমাম বাটন ইন্ডাস্ট্রিজে কারসাজির দায়ে কথিত সাংবাদিক এএসএম হাসিব হাসানকে এক কোটি টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার এ সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
কমিশনের সাবেক চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবাইয়াতের সহযোগিতায় কোম্পানিটি দখল করে হাসিব হাসান। সর্বশেষ তিনি এ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।
এদিকে হাসিব হাসান বেসরকারি টেলিভিশন এনটিভিতে শেয়ারবাজারবিষয়ক একটি টকশো উপস্থাপনা করেন। শেয়ারবাজারের ইতিহাসে এটিই প্রথম কোনো সাংবাদিককে বিএসইসি শাস্তি দিল।
সূত্র জানায়, বিএসইসির চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নেওয়ার পর ২৬টি কোম্পানি দখল করে শিবলী রুবাইয়াত। এর ধারাবাহিকতায় সাবেক চেয়ারম্যানের পিএস রাশেদুল আলমের বন্ধু হাসিব হাসানের মাধ্যমে ইমাম বাটন দখল করে। এক্ষেত্রে শুরুতে বাজার থেকে কম দামে শেয়ার কেনা হয়। এরপর পর্ষদ ভেঙে আগের পরিচালকদের বের করে কোম্পানি দখল করা হয়। নাম পরিবর্তন করে রাখা হয় হামি ইন্ডাস্ট্রিজ। বিষয়টি শেয়ারবাজারে ব্যাপক আলোচিত।
বিএসইসির প্রজ্ঞাপনে বলা হয়, এএসএম হাসিব হাসান শেয়ার লেনদেন কারসাজি করেছেন। এ ধরনের কাজ সিকিউরিটিজ আইন লঙ্ঘন। ফলে তাকে ১ কোটি টাকা জরিমানা করা হয়।