Logo
Logo
×

শেয়ার বাজার

টানা পতনের পর ডিএসইর সূচক বাড়ল

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২০ মার্চ ২০২৪, ১০:১৩ পিএম

টানা পতনের পর ডিএসইর সূচক বাড়ল

টানা দরপতনের পর কিছুটা ইতিবাচক হলো শেয়ারবাজার। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার ৩০৫টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এতে ডিএসইর মূল্যসূচক ৫৮ পয়েন্ট বেড়েছে। তবে লেনদেন আগের দিনের চেয়ে কিছুটা কমেছে।

সংশ্লিষ্ট সূত্র বলছে, বেশ কিছুটা প্রতিষ্ঠানের সাপোর্টে বাজার ইতিবাচক হয়েছে। এটি কতদিন থাকবে তা বলা কঠিন।

বাজার বিশ্লেষণে দেখা গেছে- ডিএসইতে বুধবার ৪০১টি কোম্পানির ১৩ কোটি ৬৯ লাখ শেয়ার লেনদেন হয়েছে। যার মোট মূল্য ৪২২ কোটি ৮৩ লাখ টাকা। এরমধ্যে দাম বেড়েছে ৩০৫টি কোম্পানির শেয়ারের, কমেছে ৫২টি এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টি কোম্পানির শেয়ারের দাম। ডিএসইর ব্রডসূচক আগের দিনের চেয়ে ৫৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮৭২ পয়েন্টে উন্নীত হয়েছে। ডিএসই-৩০ মূল্যসূচক ১২ পয়েন্ট বেড়ে ২ হাজার ৩২ পয়েন্টে উন্নীত হয়েছে। ডিএসই শরীয়াহ সূচক ৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৭৭ পয়েন্টে উন্নীত হয়েছে। ডিএসইর বাজার মূলধন আগের দিনের চেয়ে বেড়ে ৬ লাখ ৮৭ হাজার কোটি টাকায় উন্নীত হয়েছে। 

শীর্ষ দশ কোম্পানি : বুধবার ডিএসইতে যে সব প্রতিষ্ঠানের শেয়ার বেশি লেনদেন হয়েছে সেগুলো হলো- ওরিয়ন ইনফিউশন, ফু-ওয়াং সিরামিক, সেন্ট্রাল ফার্মা, গোল্ডেন সন, ওরিয়ন ফার্মা, রবিঅজিহাটা, বেস্ট হোল্ডিংস, লাফার্জ হোলসিম, মালেক স্পিনিং এবং মুন্নু ফেব্রিক্স। 

ডিএসইতে বুধবার যে সব প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেশি বেড়েছে সেগুলো হলো- শাইনপুকুর সিরামিক, গোল্ডেন সন, আফতাব অটোমোবাইলস, এবি ব্যাংক, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, এসবিএসি ব্যাংক, বেস্ট হোল্ডিংস, মালেক স্পিনিং, সেন্ট্রাল ইন্স্যুরেন্স এবং বিডি থাই অ্যালুমিনিয়াম। যে সব প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেশি কমেছে সেগুলো হলো- ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্স ডফান্ড, বারাকা পতেঙ্গা পাওয়ার, এনভয় টেক্সটাইল, এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, রিলায়েন্স ইন্স্যুরেন্স, বারাকা পাওয়ার, জেএমআই হসপিটাল, ডেফোডিল কম্পিউটার, প্রাইম টেক্সটাইল এবং রবি অজিয়াটা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম