Logo
Logo
×

শেয়ার বাজার

শিল্পায়নে অর্থায়নের মূল উৎস হবে পুঁজিবাজার: ডিএসই চেয়ারম্যান

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৩৩ এএম

শিল্পায়নে অর্থায়নের মূল উৎস হবে পুঁজিবাজার: ডিএসই চেয়ারম্যান

দেশের অর্থনৈতিক উন্নয়নের হাতিয়ার হতে পারে পুঁজিবাজার। এখান থেকে শিল্পায়নের মাধ্যমে মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। বিশ্বের উন্নত দেশগুলোর পুঁজিবাজারকে অর্থনৈতিক উন্নয়নে সম্পৃক্ত করতে হবে। রাজধানীর নিজস্ব কার্যালয়ে মঙ্গলবার এক সেমিনারে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান ড. হাফিজ মুহাম্মদ হাসান বাবু এ কথা বলেন।

ডিএসই ব্রোকারেজ অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ, ড. মিজানুর রহমান ও মো. আব্দুল হালিম।

ডিএসই চেয়ারম্যান বলেন, দেশে দ্রুত শিল্পায়নে গতিশীল পুঁজিবাজার গড়ে তোলা জরুরি। দেশের অর্থনীতি বড় হয়েছে। কিন্তু দেশের পুঁজিবাজার সেভাবে এগুচ্ছে না। এই সমস্যা কাটাতে পুঁজিবাজারের অংশগ্রহণ বাড়ানো দরকার। বিশ্বের অনেক দেশে শিল্প মূলধনের বড় অংশ আসে পুঁজিবাজার থেকে। কিন্তু বাংলাদেশে বিপরীত। দীর্ঘমেয়াদি অর্থায়নে ব্যাংক ঋণ দেওয়া হয়। সহজে ব্যাংক ঋণ পাওয়ার কারণেই উদ্যোক্তারা পুঁজিবাজারে আসছে না। আবার অনেকে ব্যাংক থেকে ঋণ নিয়ে পরিশোধ করছেন না। ফলে দিনদিন খেলাপি ঋণ বাড়ছে। এ অবস্থার পরিবর্তন দরকার। এক্ষেত্রে শিল্পায়নে পুঁজিবাজারকে অর্থায়নের মূল উৎসে পরিণত করতে হবে। দেশের স্বার্থেই পুঁজিবাজারকে উন্নয়নের মাধ্যমেই অর্থনীতির মূল স্রোতে যুক্ত করা প্রয়োজন। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম