Logo
Logo
×

২ যুগে যুগান্তর

যুগান্তর সাহসী সাংবাদিকতার প্রতীক

Icon

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ০২ মার্চ ২০২৪, ০৯:৩১ পিএম

যুগান্তর সাহসী সাংবাদিকতার প্রতীক

যুগান্তরের ২৫ বছরে পদার্পণ উপলক্ষে জয়পুরহাটে সুধী-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

স্বজন সমাবেশ জেলা শাখার উদ্যোগে জেলা সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে আয়োজিত এ সুধী সমাবেশে সভাপতিত্ব করেন- সংগঠনের জেলা শাখার সভাপতি জয়পুরহাট সুগার মিলস লিমিটেডের সাবেক প্রধান কোষাধ্যক্ষ কবি আজিজুল হক বিশ্বাস। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগের সরকারি গণগ্রন্থাগারের সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান।  বিশেষ অতিথি ছিলেন- পাঁচবিবির আইডিএ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মীর জাহিরুল ইসলাম জুয়েল।

জয়পুরহাট জেলা প্রতিনিধি শাহজাহান সিরাজ মিঠুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- স্বজন সমাবেশ জয়পুরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মইনুল হোসেন নির্ঝর, স্বজন ডা. নজরুল ইসলাম, মোছাম্মৎ নাসিমা আক্তার, সুমাইয়া আক্তার, মো. রাকিবুল ইসলাম রাকিব, মো. সঞ্জীব হোসেন, মো. নাফিস আহমেদ, মো. শামসুল হক প্রমুখ।  রোকনুজ্জামান বলেন, দৈনিক যুগান্তর সাহসী সাংবাদিকতার প্রতীক, সত্যের সন্ধানে নির্ভীক। কোনো অপশক্তির কাছে যুগান্তর মাথা নত করে না। সাহসী সাংবাদিকতা চর্চায় যুগান্তর তার অবস্থান ধরে রেখেছে। তাই আমরা এ পত্রিকা পছন্দ করি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম