Logo
Logo
×

২ যুগে যুগান্তর

বুদ্ধি হওয়ার পর বাড়িতে দেখেছি যুগান্তর

Icon

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১১:২১ পিএম

বুদ্ধি হওয়ার পর বাড়িতে দেখেছি যুগান্তর

যুগান্তরের ২৫ বছরে পদার্পণ উপলক্ষে কুমারখালীতে উপজেলা প্রতিনিধির কার্যালয়ে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।  

শুক্রবার সকালে পৌর বাস টার্মিনালসংলগ্ন খন্দকার মার্কেটে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা প্রতিনিধি লিপু খন্দকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিরুল আরাফাত। 

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও যায়যায়দিন প্রতিনিধি ফরহাদ আমির টিপু, সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার মণি, পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর জুলফিকার আলী হিরো, কুমারখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সংগ্রাম প্রতিনিধি মাহমুদ শরীফ, গণমুক্তি প্রতিনিধি জাকের আলী শুভ, আজকের আলো পত্রিকার নিজস্ব প্রতিনিধি এমএ ওহাব, বিজয় টিভি প্রতিনিধি তানভীর লিটন, নয়া দিগন্ত প্রতিনিধি সোহাগ মাহমুদ, চ্যানেল এসের প্রতিনিধি মনোয়ার হোসেন, আমার সংবাদ প্রতিনিধি মাসুদ রানা, আনন্দ টিভির প্রতিনিধি মোস্তাফিজুর রহমান রিগান, দেশের বাণী প্রতিনিধি আসাদুজ্জামান সবুজ, সময়ের কাগজ প্রতিনিধি কনক, আন্তর্জাতিক মুক্ত মঞ্চ প্রতিনিধি খাদেমুল ইসলাম, বাংলাদেশ সমাচার প্রতিনিধি শাহিন হোসেন প্রমুখ।

উপজেলা সহকারী কমিশনার আমিরুল আরাফাত বলেন, বুদ্ধি হওয়ার পর বাড়িতে প্রথম পত্রিকা দেখেছি যুগান্তর। বেঁচে থাকলে শতবর্ষে পদার্পণ দেখতে চাই।  

আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন বাহরুল উলুম বালিকা মাদ্রাসা ও এতিমখানার পরিচালক হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন মাজহারী।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম